1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকে সোনা জিতলো বাংলাদেশ, ঢাকায় এলো পাকিস্তান দল

২৮ জুন ২০১১

গ্রিসে অনুষ্ঠানরত প্রতিবন্ধীদের ‘স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড গেমস ২০১১'-তে বাংলাদেশের হয়ে প্রথম সোনাটি জিতলেন সাঁতারু মো. মাসুদ৷ ওদিকে আগামী বিশ্বকাপ ফুটবলের প্রাক-বাছাই পর্বে ঢাকায় এসেছে পাকিস্তান দল৷

https://p.dw.com/p/11kfR
অলিম্পিক কাঠামোয় শারীরিক বা মানসিক প্রতিবন্ধিদেরও নিজস্ব স্থান রয়েছেছবি: picture alliance/dpa

সোমবার এথেন্সের ওয়াকা স্টেডিয়ামে ছেলেদের ৫০ মিটার ‘ব্রেস্ট স্ট্রোক' সাঁতার প্রতিযোগিতায় সোনা জেতেন মাসুদ৷ আর মেয়েদের ৫০ মিটার'এ ব্রোঞ্জ পদক লুফে নেন বাংলাদেশের মেয়ে নুরুন্নাহার৷ এখানেই শেষ নয়, এথেন্সের ‘পিচ অ্যান্ড ফ্রেন্ডশিপ' স্টেডিয়ামে বৌচি খেলায় ইতালির কাছে পরাজিত হলেও, তাইওয়ানের বিরুদ্ধে জিতেছে বাংলাদেশ৷

গ্রীষ্মকালীন এই বিশেষ অলিম্পিক গেমস'এর উদ্বোধন হয়েছে গত শনিবার৷ বিশ্বের ১৮০টি দেশের প্রায় সাত হাজার ক্রীড়াবিদ এতে অংশ নিচ্ছেন৷ যার মধ্যে ৪০ জন বাংলাদেশের৷ প্রতিযোগিতা চলবে ৪ জুলাই পর্যন্ত৷

অন্যদিকে আগামীকাল বুধবার, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান'এর ফুটবল খেলোয়াড়রা৷ আর ফিরতি খেলা হবে ৩রা জুলাই, পাকিস্তানে৷

এশিয়া পর্যায়ের প্রথম পর্বের খেলা হলেও, পাকিস্তানের ২০ সদস্যের দলটিকে হারানো খুব সহজ হবে না বাংলাদেশের জন্য৷ পাকিস্তানের কোচ তারিক লুৎফির কথা থেকে কিন্তু সেরকমটাই মনে হওয়া স্বাভাবিক৷ তাঁর কথায়, ‘‘আমাদের লক্ষ্য পরের পর্বে যাওয়া৷ আর তাই, এ খেলায় জেতার ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী৷'' তবে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ যে নির্দ্বিধায় শক্তিশালী – সেটাও স্বীকার করেন পাকিস্তান ফুটবল দলের জাতীয় কোচ৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশকে খাটো করে দেখার কোনো অবকাশ আমাদের নেই৷''

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য