অসহায় এক লোকালয়ের কথা
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ সলোমন দ্বীপপুঞ্জের অংশ অনটং জাভা৷ মূল ভূখণ্ড থেকে এর অবস্থান প্রায় আড়াইশো কিলোমিটার দূরে৷
মাত্র ১০ ফুট
ঐ যে দুরে কিছু একটা দেখতে পাচ্ছেন ওটার নাম অনটং জাভা৷ আয়তন ১২ বর্গকিলোমিটার৷ বসবাস প্রায় দুই হাজার মানুষের৷ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ ফুট উঁচুতে অবস্থান এই দ্বীপপুঞ্জটির৷ তাই জলবায়ু পরিবর্তনের কারণে আর কবছর পরই হয়ত নিশ্চিহ্ন হয়ে যাবে অনটং জাভা৷
ঐতিহ্য
প্রায় দুই হাজার বছর আগে থেকে সেখানে বাস করছে পলেনেশীয়রা৷ তাঁদের আছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য৷ তবে সঙ্গত কারণেই প্রাকৃতিক দুর্যোগের নানা কাহিনি এসব ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে৷
কোথায় যাবে সে?
আট বছরের উইলসন আয়ুঙ্গা৷ অনটং জাভার বাসিন্দা সে৷ কিন্তু সে জানে না, বাকি জীবনটা সে তার জন্মভূমিতে কাটাতে পারবে কিনা৷
সরকারি সহায়তা নেই
ছোট ছোট ১২২টি দ্বীপ আছে অনটং জাভায়৷ তবে মাত্র দুটিতে মানুষ বাস করে৷ উপরের ছবিটি লুয়ানিউয়া দ্বীপের৷ দেখতেই পারছেন সেখানে মানুষের বসবাসের চিহ্ন রয়েছে৷ প্রশাসনিকভাবে অনটং জাভা সলোমন দ্বীপপুঞ্জের অন্তর্গত৷ কিন্তু সরকার স্বাস্থ্য, নিরাপত্তা ও শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা করতে না পারায় বর্তমানে সেখানে কিছু সামাজিক সমস্যা দেখা দিচ্ছে৷
ছবি কথা বলে
দেখতেই পাচ্ছেন একটি দ্বীপের মাঝের অংশে পানি ঢুকে পড়েছে৷ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যে সেখানে পড়তে শুরু করেছে৷
প্রাকৃতিক দুর্যোগ
জলবায়ু পরিবর্তনের কারণে শুধু যে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে তা নয়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সংখ্যাও বেড়ে গেছে৷
লবণাক্ত মাটি
প্যাট্রন লালিয়ানা বিশেষ একটি শস্য জন্মাতে চেয়েছিলেন৷ কিন্তু মাটিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় শস্য ফলানোর জন্য যে পুষ্টি দরকার সেটা মাটি থেকে হারিয়ে গেছে৷ ফলে লালিয়ানার পরীক্ষা ব্যর্থ হয়ে গেছে৷
সাগর খেয়ে ফেলেছে বাড়ি
দূরে যে সাদা বালি দেখতে পাচ্ছেন সেখানে একসময় ছিল প্রায় ৪০টি বাড়ি আর একটি কবরস্থান৷ কিন্তু সাগরের পানি সব কেড়ে নিয়েছে৷
সংস্কৃতি থাকবে কী করে?
অনটং জাভার মানুষের প্রশ্ন, তাঁদের যদি বসবাসের জায়গাই না থাকে, তাহলে তাঁরা কীভাবে সংস্কৃতি চর্চা চালিয়ে যাবেন? আছে কেউ উত্তর দেবার?