1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ার তুফান ভাসিয়ে নিয়ে গেল টাইগারদের

১১ এপ্রিল ২০১১

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া নয় উইকেটে জিতেছে৷ অসি ওপেনার শেইন ওয়াটসন ১৫টি ছক্কা মেরে রেকর্ড সৃষ্টি করলেন৷ মাত্র ২৬ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে যায় অস্ট্রেলিয়া৷

https://p.dw.com/p/10rJZ
শেইন ওয়াটসন (ফাইল ছবি)ছবি: AP

আর ওয়াটসন ৯৬ বলে অপরাজিত ১৮৫ রান করেন৷ এর আগে ৫০ ওভারে বাংলাদেশ ২২৯ রান করে সাত উইকেটের বিনিময়ে৷ এর জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে ব্র্যাড হ্যাডিন এবং শেইন ওয়াটসনকে নিয়ে৷

মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি, এবং ৬৯ বলে সেঞ্চুরি পুরো করেন ওয়াটসন৷ ওয়ানডেতে এক ম্যাচে ১৫টি ছয় মেরে তিনি রেকর্ড করলেন৷ এর আগে ওয়েস্ট ইন্ডিজের জাভিয়ার মার্শাল ২০০৮ সালে ক্যানাডার বিপক্ষে ১২টি ওভার বাউন্ডারি হাকিয়েছিলেন৷ এছাড়া আরেকটি রেকর্ড করলেন ওয়াটসন তা হল এই প্রথম কোন অস্ট্রেলিয়ান ওয়ান-ডে'তে এক ম্যাচেই এত বেশি রান সংগ্রহ করল৷ এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন সাবেক অসি ওপেনার ম্যাথিউ হেইডেন৷ তাঁর সংগ্রহে ছিল ১৮১ রান৷

এদিকে প্রথমে টসে জিতে বাংলাদেশ ব্যাট করতে নামে৷ ৮৮ রানে পাঁচ উইকেটের পতন হয়৷ এরপর দলের হাল ধরেন উইকেট কিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম৷ তিনি ৮০ বলে অপরাজিত ৮১ রান করেন৷ আরেক ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস ৭৩ বলে ৫৬ রান করেন আউট হয়ে যান৷ এটা ছিল তাঁর ক্যারিয়ারের ১২তম হাফ সেঞ্চুরি৷ দলের ক্যাপ্টেন সাকিব আউট হয়ে যান মাত্র ৯ রান করে৷ বাংলাদেশের সংগ্রহে আসে ২২৯ রান৷ উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের বর্ষসেরা ক্রিকেটার তামিম ইকবাল করেছেন মাত্র পাঁচ রান৷

ওয়ান-ডে সিরিজের তৃতীয় ম্যাচটি হবে বুধবার৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য