1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাকশনে হিরো আলম

৩১ ডিসেম্বর ২০১৮

ভিডিও দেখে মনে হতে পারে শুটিং চলছে হিরো আলমের কোনো এক অ্যাকশন সিনেমার৷ কিন্তু না, এটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি কেন্দ্রে তাঁর অভিযানের চিত্র৷

https://p.dw.com/p/3AoZU
Youtube Screenshot Flipside Hero Alom
ছবি: YouTube/Little Big Films Bangladesh

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম৷ ব্যাপক কারচুপির অভিযোগ তদন্তে দুই-তিনজনকে সাথে নিয়ে নিজেই রওনা হন কেন্দ্র পরিদর্শনে৷

একটি কেন্দ্রে ঢোকার সময় দেখা যায় কয়েকজন মিলে একজনকে মারছেন৷ সে ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়াও দেন বাকিরা৷ পরে জানা যায়, পালিয়ে যাওয়া ব্যক্তিটি পোলিং এজেন্ট৷

পাশেই পুলিশ সদস্যরা থাকলেও, দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করেননি তাঁরা৷ এরপরই অ্যাকশনে যান হিরো আলম৷ নৌকার কর্মীদের মধ্যে একাই ছুটে যান৷

এসময় ভেতর থেকে তেড়ে আসেন কয়েকজন৷ ‘‘আমরা সুষ্ঠুভাবে ভোট নিচ্ছি, তুই কে'' বলে এক পর্যায়ে হিরো আলমকে চড়-ঘুষি মারতে থাকেন তারা৷

৩০ ডিসেম্বর নির্বাচনের দিন নিজের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করেন আলম৷ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷ এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ২ লাখ ৩৬ হাজার বার৷ শেয়ার হয়েছে প্রায় আড়াই হাজার বার৷

মন্তব্যকারীদের অনেকেই হিরো আলমের সাহসের প্রশংসা করছেন৷ কেউ কেউ অন্য প্রার্থীদের তাঁর কাছ থেকে শিক্ষা নেয়ার পরামর্শও দিয়েছেন৷

এরপর রিটার্নিং কর্মকর্তার সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন হিরো আলম৷ এসময় তিনি অভিযোগ করেন, কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ-সেনাবাহিনী, কেউই ছিলো না৷ সুষ্ঠু নির্বাচন হলে তিনি জিততে পারতেন বলেও মন্তব্য করেন হিরো আলম৷

এডিকে/এপিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান