নতুন প্রেসিডেন্ট ট্রাম্প
৯ নভেম্বর ২০১৬এ যেন এক ভিন্ন ব্যক্তি৷ কটু ভাষা, ব্যক্তিগত আক্রমণ, কদর্য অঙ্গভঙ্গি পেছনে ফেলে ‘স্টেটসম্যান’ হিসেবে আত্মপ্রকাশ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ প্রথমেই প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন সম্পর্কে বেশ কিছু প্রশংসামূলক মন্তব্য করলেন৷ নির্বাচনি প্রচারের সময় বিভাজন ভুলে ঐক্য প্রতিষ্ঠার অঙ্গীকার করলেন তিনি৷ এমনকি যে সব ভোটার তাকে ভোট দেন নি, তাঁদের প্রতিও সৌজন্যের হাত বাড়িয়ে দিলেন৷ বিশ্বের বাকি দেশগুলির সঙ্গে সহযোগিতার মাধ্যমে দেশ চালাবেন – এমনটাও বললেন ডোনাল্ড ট্রাম্প৷
জনমত সমীক্ষায় দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম ছিল৷ কিন্তু তা সত্ত্বেও হিলারি ক্লিন্টন অ্যামেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট হবেন, এমন সম্ভাবনা ও আশা শেষ মুহূর্ত পর্যন্ত উজ্জ্বল ছিল৷ কিন্তু গণনার এই পর্যায়ে সেই আশার আলো নিভে গেল৷ প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোটের সীমা পেরিয়ে গেছেন তিনি৷ অতএব তিনিই হতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট৷
শেষ মুহূর্ত পর্যন্ত সবার নজর ছিল পেনসিলভেনিয়া, মিশিগানের মতো মোট ৮টি রাজ্যের গণনার দিকে৷ এই কয়েকটি রাজ্যের ফলাফলের উপর সার্বিক চিত্র নির্ভর করছিল৷ হিলারি ক্লিন্টন আশাভরে তাকিয়ে ছিলেন সেদিকে৷ কিন্তু শেষরক্ষা হলো না৷
প্রাথমিক প্রতিক্রিয়ায় মার্কিন ডলার ও মেক্সিকোর পেসো-র বিনিময় মূল্য পড়ে গেছে৷ প্রেসিডেন্ট ট্রাম্প-এর আমলে গোটা বিশ্বে অর্থনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা করছে পুঁজিবাজারের একাংশ৷
ক্ষমতায় এলে ট্রাম্প তাঁর ঘোষিত নীতি বিনা বাধায় বাস্তবায়ন করতে পারবেন – এটা ধরে নেওয়া যেতে পারে৷ কারণ সংসদের উভয় কক্ষেই তাঁর রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা এসে গেছে৷
এসবি/এপি (রয়টার্স, এএফপি)