1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
আইনের শাসনযুক্তরাষ্ট্র

অ্যামেরিকায় আদানির বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের অভিযোগ

২১ নভেম্বর ২০২৪

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতির অভিযোগ আনলেন মার্কিন প্রসিকিউটাররা।

https://p.dw.com/p/4nECK
আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।
গৌতম আদানি-সহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ।ছবি: Sam Panthaky/AFP/Getty Images

কর্তৃপক্ষ জানিয়েছে, গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানি-সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ হলো, তারা ভারতের সবচেয়ে বড় সৌরবিদ্যুর প্রকল্প তৈরির জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দিয়েছিলেন। এই প্রকল্প থেকে ২০ বছরে দুইশ কোটি টাকা লাভ করতে পারবে আদানি

প্রসিকিউটাররা জানিয়েছেন, গৌতম ও সাগর আদানি এবং তাদের সংস্থা আদানি গ্রিন এনার্জির সাবেক সিইও বিনীত জৈন এই দুর্নীতি ধামাচাপা দিতে ৩০০ কোটি ডলার তুলেছিলেন। মূলত ঋণ নিয়ে এবং বন্ডের মাধ্যমে তারা এই অর্থ তোলেন।

আদানির বিরুদ্ধে অভিযোগ, ঘুষের সাহায্যে তারা এই প্রকল্পের বরাত পেয়েছিলেন, সেই তথ্য গোপন করেছেন, এর ফলে মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা করেছেন।

অভিযোগ করা হয়েছে, আদানিরা ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের কাছে বিশাল করে এই প্রকল্পের বিষয়টি তুলে ধরেছিলেন, তার ফলে তারা গত পাঁচ বছরে বহু কোটি ডলার বিনিয়োগ করেছেন।

অভিযোগে বলে হয়েছে, কিছু চক্রান্তকারী গৌতম আদানিকে 'নুমেরো উনো' এবং 'দ্য বিগ ম্যান' বলে ডাকতেন। সাগর আদানি তার সেলফোনে এই ঘুষের বিষয়ে খোঁজখবর রাখতেন।

আদানি গ্রুপের প্রতিক্রিয়া চেয়েছিল বার্তাসংস্থা রয়টার্স। কিন্তু ভারতে বিজনেস আওয়ারের বাইরে বলে তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি। বৃহস্পতিবার সকালে এই অভিযোগের কথা  ঘোষণা করা হয়।

ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। অভিযুক্তদের পক্ষের আইনজীবীদের নাম এখনো জানা যায়নি।

গৌতম আদানি, সাগর আদানি, বিনীত জৈনের বিরুদ্ধে জালিয়াতির চক্রান্ত ও অন্য অভিযোগ আনা হয়েছে।

অন্য পাঁচ অভিযোগকারীর বিরুদ্ধে ফরেন করাপ্ট প্র্যাকটিস আইন এবং মার্কিন ঘুষ-বিরোধী আইন অনুসারে অভিযোগ আনা হয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, কাউকে গ্রেপ্তার করা হয়নি। আদানি ভারতে আছেন বলে তাদের ধারণা।  তিনি বলেছেন, ''আমাদের আর্থিক বাজারকে প্রতারিত করে তারা নিজেদের ধনী করেছে।''

গত সপ্তাহে গৌতম আদানি সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, তারা মার্কিন বিদ্যুৎ ও পরিকাঠামো ক্ষেত্রে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করবেন। এর ফলে ১৫ হাজার চাকরির সুযোগ তৈরি হবে।

জিএইচএসজি(রয়টার্স, এপি)