আফগানিস্তানে হামলায় সংসদ নির্বাচনের প্রার্থী নিহত
১৭ অক্টোবর ২০১৮কাহরামানের কার্যালয়ের সোফার মধ্যে রাখা বোমা বিস্ফোরিত হলে তিনিসহ আরো তিনজন নিহত হন৷ ঐ তিনজন তাঁর উপদেষ্টা ছিলেন৷ হামলার সময় তাঁরা নির্বাচন নিয়ে বৈঠক করছিলেন৷
এদিকে, বুধবার এক বিবৃতিতে তালেবান এই হামলার দায় স্বীকার করেছে৷ কাহরামানকে একজন ‘প্রখ্যাত কমিউনিস্ট' বলে বিবৃতিতে আখ্যায়িত করেছে তালেবান৷
প্রেসিডেন্ট আশরাফ গনি এই হামলার নিন্দা জানিয়েছেন৷ ‘‘সন্ত্রাসী ও তাদের সমর্থকদের এসব হামলা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থাকে দুর্বল করতে পারবে না,'' বলে মন্তব্য করেন তিনি৷
উল্লেখ্য, চলতি বছর আফগানিস্তানে কাহরামানসহ মোট দশজন প্রার্থী প্রাণ হারিয়েছেন৷ আর হেলমন্দ প্রদেশে নিহত হওয়া দ্বিতীয় প্রার্থী হলেন কাহরামান৷
যে-কোনো নির্বাচনি প্রক্রিয়ার বিরোধী তালেবান৷ একে তারা পশ্চিমা বিশ্বের চাপিয়ে দেয়া রাজনৈতিক প্রক্রিয়া বলে মনে করে৷
এর আগে মঙ্গলবার জার্মান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালিয়েছিল অজ্ঞাত জঙ্গিরা৷ হেলিকপ্টারে থাকা সৈন্যরাও পালটা গুলি চালিয়েছিলেন৷ তবে কোনো জঙ্গি হতাহত হয়েছে কিনা জানা যায়নি৷ কোনো জার্মান সৈন্যও এই ঘটনায় আহত হননি৷
জেডএইচ/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)