আফগানিস্তান থেকে ভারতে ফেরা অনেকের করোনা
২৫ আগস্ট ২০২১এরপর কোনো ঝুঁকি না নিয়ে ৭৮ জনকেই কোয়ারান্টিন করা হয়েছে। আক্রান্ত ১৬ জনের শরীরে করোনার কোনো লক্ষণ নেই। তারা অ্যাসিম্পটোমেটিক।
ওই ১৬ জনের মধ্যে আছেন তিনজন শিখ গ্রন্থি, যারা আফগানিস্তান থেকে শিখদের পবিত্র গ্রন্থ নিয়ে ভারতে এসেছেন। বিমানবন্দরে তাদের কাছ থেকে পবিত্র গ্রন্থ নিয়ে মাথায় করে বয়ে নিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি।
আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে এখন তৎপরতা আরো বাড়ানো হয়েছে। এখনো পর্যন্ত ৬২৬ জনকে ভারতে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে ৭৭ জন শিখ। কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল, আফগানিস্তান থেকে দেশে ফেরানোর ক্ষেত্রে হিন্দু ও শিখরা অগ্রাধিকার পাবে।
আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফেরানোর এই মিশনের নাম দেয়া হয়েছে, অপারেশন দেবী শক্তি। গত ১৬ অগাস্ট প্রথমে কাবুল থেকে ৪০ জন দূতাবাস কর্মীকে দিল্লিতে নিয়ে আসা হয়। তারপর কাবুল, দোহা ও তাজিকিস্তান থেকে অনেক ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে। বেশ কিছু আফগানও দিল্লি এসেছেন।
কাবুল বিমানবন্দরে এখনো হাজার হাজার আফগান আছেন। তাদের আশা, তারা বিদেশে কোথাও আশ্রয় পাবেন। তবে তাদের ইচ্ছা পূ্ণ হবে কি না, কোন দেশ তাদের আশ্রয় দেবে, তা একেবারেই স্পষ্ট নয়।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)