আফগানদের সম্ভাব্য ঢল নিয়ে জার্মান রাজনীতিবিদরা উদ্বিগ্ন
১৮ আগস্ট ২০২১জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দল সিডিইউ থেকে আগামী নির্বাচনে চ্যান্সেলর প্রার্থী হচ্ছেন আরমিন লাশেট৷ সম্প্রতি তিনি এক টুইটে বলেছেন, ‘‘সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে যে ভুল করা হয়েছিল তা অবশ্যই আর করা যাবে না৷ ২০১৫ সালের পুনরাবৃত্তি উচিত হবে না৷''
তার এমন মন্তব্যের কারণ, ২০১৫ সালে জার্মানিতে দশ লাখের বেশি শরণার্থী এসেছিল৷ তাদের বেশিরভাগই সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালানো শরণার্থী ছিলেন৷
এত শরণার্থীকে জার্মানিতে ঢুকতে দেয়ার ঘটনা জার্মান রাজনীতিতে বড় প্রভাব ফেলেছিল৷ ভোটারদের মধ্য অভিবাসনবিরোধী মনোভাব বেড়েছিল৷ সে কারণে ২০১৭ সালের নির্বাচনের পর জার্মান সংসদের সবচেয়ে বড় বিরোধী দল হয়ে ওঠে শরণার্থীবিরোধী উগ্র ডানপন্থি দল এএফডি৷
চ্যান্সেলর প্রার্থী আরমিন লাশেটের মতোই মন্তব্য করেছেন তার দলের আরেকজন রাজনীতিবিদ৷ এমনকি এএফডি দলের সংসদীয় নেতা আলিস ভাইডেলও একই লাইনে কথা বলেছেন৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘২০১৫-র পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না৷'' তিনি বলেন, সম্ভব হলে প্রকৃত শরণার্থীদের তাদের দেশের আশেপাশের দেশগুলোতে রেখে সহায়তা করতে হবে৷
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে সহায়তার পক্ষে বক্তব্য দিয়েছেন৷ সরকারের ম্যার্কেলের ডেপুটি ও আগামী নির্বাচনে এসপিডি দলের চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলৎস সোমবার বলেন, আফগান শরণার্থীদের তুরস্ক, পাকিস্তান, ইরান ও ইরাকে রাখা যেতে পারে৷
২০১৫ সালে আরও বেশি সংখ্যক শরণার্থীর ইউরোপ আসা ঠেকাতে তুরস্কের সঙ্গে চুক্তি করেছিল ইউরোপীয় ইউনিয়ন৷ শরণার্থীদের যেন তুরস্কেই রাখা হয় সেজন্য তুরস্ককে প্রয়োজনীয় অর্থ দেয়া হয়েছে৷ একইভাবে আফ্রিকা থেকে ইউরোপে শরণার্থী আসা বন্ধ করতে লিবিয়া ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে অর্থ সহায়তা দেয়া হচ্ছে৷
এদিকে, জার্মান রাজনীতিবিদদের এমন সব মন্তব্যের সমালোচনা করেছেন শরণার্থী বিষয়ক সংগঠন প্রো অ্যাসাইলের লিগ্যাল পলিসি অ্যাডভাইজার ভিবকে ইয়ুডিথ৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘এটা খুবই দু:খজনক যে, আফগানদের এমন অবস্থা দেখার পর প্রথম প্রতিক্রিয়া হচ্ছে, ওরা যেন আমাদের কাছে না আসে৷''
আগামী নির্বাচনের ফলাফল এখনো স্পষ্ট নয়৷ মে মাসে প্রকাশিত এক জরিপ বলছে, অভিবাসন এখনো ভোটারদের কাছে একটি বড় ইস্যু৷ এই অবস্থায় নির্বাচনের আগে আফগানিস্তান পরিস্থিতি আরো বড় ইস্যুতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে৷
উইলিয়াম নোয়া গ্লুক্রফট/জেডএইচ