1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো হামলা হতে পারে, আশঙ্কা অ্যামেরিকার

২৭ আগস্ট ২০২১

কাবুল বিমানবন্দরে আরো হামলার আশঙ্কা করছে অ্যামেরিকা। মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের প্রধান জেনারেল ম্যাকেঞ্জি এই আশঙ্কার কথা জানিয়েছেন।

https://p.dw.com/p/3zY2F
অ্যামেরিকার আশঙ্কা, কাবুল বিমানবন্দর আবার আক্রান্ত হতে পারে। ছবি: Xinhua/imago images

ম্যাকেঞ্জি বলেছেন, তারা আশঙ্কা করছেন, এর পর বিমানবন্দরে রকেট হামলা হতে পারে বা গাড়িবোমা বিস্ফোরণের চেষ্টা হতে পারে। তার দাবি, আরো আক্রমণের জন্য মার্কিন সেনা সতর্ক। ম্যাকেঞ্জি বলেছেন, ''সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।''

ইসলামিক স্টেট খোরাসান যে বিমানবন্দর আক্রমণ করতে পারে, সেই তথ্য অ্যামেরিকার কাছে ছিল। জি-৭ বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন এই সম্ভাব্য আক্রমণ নিয়ে সকলকে সতর্ক করে দিয়েছিলেন। অ্যামেরিকা এবং পশ্চিমা দেশগুলি এরপর নিরাপত্তা সতর্কতাও জারি করেছিল। কিন্তু বৃহস্পতিবারের আক্রমণ তারা ঠেকাতে পারেনি। এরপর আরো আক্রমণের সম্ভাবনার কথা জানিয়েছে তারা।

বিমানবন্দরে এখনো পাঁচ হাজারের বেশি মার্কিন সেনা আছে। বৃহস্পতিবারের আত্মঘাতী বিস্ফোরণের পর অ্যামেরিকা আরো দ্রুত তাদের দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিস্ফোরণের পর নরওয়ে তাদের দেশের নাগরিক ও আফগানদের দেশে ফেরানোর কাজ বন্ধ রেখেছে।

কাবুলের পরিস্থিতি

কাবুলে এখন ভয় ও অনিশ্চয়তার পরিবেশ। বিস্ফোরণ সেই জায়গায় হয়েছে, যেখানে আফগানিরা তাদের নথিপত্র চেক করান। ফলে সেই জায়গায় সবসময় ভিড় থাকে। বিস্ফোরণের পর ভয়াবহ ছবি এখন সামাজিক মাধ্যমের পোস্টে উঠে আসছে। প্রত্যক্ষদর্শীরা তাদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। তাতে মানুষের মনে ভয় আরো বেড়েছে। তার উপর অ্যামেরিকা যেভাবে আরো আক্রমণ হতে পারে বলছে, তাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)