1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহনাজ রহমতুল্লাহ

৬ সেপ্টেম্বর ২০১২

বাংলা গানের অনন্য এক নাম শাহনাজ রহমতুল্লাহ৷ সংগীত জীবনে পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে তাঁর৷ তিনটি গান নিয়ে সর্বশেষ সিডিটি প্রকাশ করেছেন কদিন আগে৷ তারপরই জানিয়ে দিয়েছেন আর গাইবেন না৷

https://p.dw.com/p/1643L
ছবি: Fotolia/nikkytok

আধুনিক, দেশাত্ববোধক, ছায়াছবি মিলিয়ে অসংখ্য জনপ্রিয় গান আছে তাঁর৷ ‘যে ছিল দৃষ্টির সীমানায়', ‘আমায় যদি প্রশ্ন করে', ‘সাগরের সৈকতে', ‘আমি তো আমার গল্প বলেছি', ‘একবার যেতে দে না', ‘একতারা তুই দেশের কথা', ‘খোলা জানালায়'-- এমন অনেক গান আছে যেগুলো শ্রোতামনে চির অমর করে রাখবে শাহনাজ রহমতুল্লাহকে৷ উপমহাদেশে সুপরিচিত বাংলাদেশের এই শিল্পী জানিয়ে দিয়েছেন আর গান গাইবেন না৷

কেন? কারণটা পুরোনোই৷ সংসার জীবনে প্রবেশের পর থেকে অনিয়মিতই হয়ে পড়েছিলেন সংগীত জগতে৷ শ্রোতার সামনে সশরীরে আসেন না অনেক বছর ধরে৷ এবার সংগীত জীবনের পঞ্চাশ বছর পূর্তির সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন বাকি জীবনটা পরিবার আর ধর্মকর্ম নিয়েই থাকতে চান৷

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য