1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসলেই তাই?

৫ নভেম্বর ২০১৮

নতুন এক গবেষণায় দেখা গেছে, বিজ্ঞানীদের ধারণার বাইরে গিয়ে পৃথিবী গরম হচ্ছে দিন দিন৷ এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম৷ প্রকাশিত হবার পর থেকে ভিডিওটি ভাইরাল৷

https://p.dw.com/p/37erm
Solomon Islands - Lau Lagoon
ছবি: Beni Knight

পরিবেশ বিষয়ক বিখ্যাত গবেষণা পত্রিকা নেচার-এ গত বুধবার প্রকাশিত হয়েছে গবেষণাটি৷ সেখানে দেখা গেছে, বিজ্ঞানীরা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির যে হার নিরূপণ করেছিলেন, তার চেয়ে অনেক বেশি গতিতে বাড়ছে তাপমাত্রা৷

দেখা গেছে, গত ২৫ বছরে সমুদ্রের পানির তাপমাত্রা বেড়েছে ৬০ ভাগ!গবেষণাটি বলছে, বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের প্রভাব যে কতটা হতে পারে, তা ঠিকমতো বুঝতে পারেননি৷ কারণ, তাঁরা দেখিয়েছেন, উষ্ণতার অনেকটাই বায়ুমণ্ডলে ছড়িয়ে দিলেও অনেকটা তাপ পৃথিবী নিজেই ধরে রাখছে, যেটা বিজ্ঞানীরা আগে বুঝতে পারেননি৷

আর তাই বাড়ছে সমুদ্রের পানির তাপমাত্রা৷ আর যেভাবে এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মানুষ এগুচ্ছে, তা মোটেই যথেষ্ট নয়৷

২১০০ সাল পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি সীমিত রাখার যে পরিকল্পনা, তা বাস্তবায়ন হবে কিনা এ নিয়ে সংশয় দেখছেন এই গবেষকরা৷

যদি লক্ষ্যে অটুট থাকতে হয়, তাহলে ‘অভূতপূর্ব উদ্যোগ' নিতে হবে বলে মনে করেন তাঁরা৷

এই তথ্যগুলোই ভিডিওটিতে তুলে ধরেছে ওয়ার্ড ইকনোমিক ফোরাম৷ প্রায় এক মিনিটের ভিডিওটি শুক্রবার প্রকাশের পর একদিনেই ৯১ হাজার বার দেখা হয়ে গেছে৷ মন্তব্য পড়েছে শত শত৷ অনেকেই ভবিষ্যৎ পৃথিবী নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন৷

জেডএ/এসিবি (ডব্লিউইএফ)