ইউটিউবে সর্বকালের বেশি হিট পেল গাংনাম স্টাইল
২৫ নভেম্বর ২০১২ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছেন, দক্ষিণ কোরীয় পপ তারকা সাই-এর ঘোড়ায় চড়ার ঢঙে ‘গাংনাম স্টাইল' এর ভিডিও সর্বকালের সবচেয়ে বেশি সংখ্যক হিট পেয়েছে৷ ইতিমধ্যে সেটি ৮০৫ মিলিয়নেরও বেশি অর্থাৎ ৮০ কোটিরও বেশিবার দেখা হয়েছে৷ অথচ এতোদিন পর্যন্ত ৮০৩ মিলিয়ন হিট নিয়ে শীর্ষে ছিল বিবারের ‘বেবি' শিরোনামের ভিডিও পরিবেশনা৷
ইউটিউবের জনপ্রিয়তার ধারা পর্যবেক্ষণকারী ব্যবস্থাপক কেভিন অ্যালোকা আরো জানান, বিবারের ‘বেবি' ভিডিওটি যেখানে প্রতিদিন সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ মানুষ দেখেন, সেখানে গাংনাম স্টাইল এর ভিডিও এখনও দিনে ৭০ লাখ থেকে এক কোটি মানুষ দেখেন৷ এছাড়া ৮০০ মিলিয়ন হিট পেতে বিবারের ‘বেবি'র সময় লেগেছিল প্রায় দুই বছর৷ অন্যদিকে, গাংনাম সেই সংখ্যায় পৌঁছতে সময় নিয়েছে মাত্র চার মাস৷
তবে শুধুমাত্র ইউটিউবের ভিডিও পরিষেবাতেই সীমাবদ্ধ নেই গাংনাম স্টাইলের জয়জয়কার৷ বরং এটি সময় ও স্থানে গণ্ডি পেরিয়ে নাড়া দিচ্ছে সমাজের প্রায় সব মহলেই৷ ইতিমধ্যে এর সাথে যুক্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, প্রথিতযশা চীনা আঁকিয়ে আই ওয়েওয়ে থেকে ম্যাডোনার নাম৷ যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ার টপ চার্ট-এও শীর্ষ স্থান দখল করে নিয়েছে গাংনাম স্টাইল৷ ফলে সাই নামে সুপরিচিত পার্ক জায়ে-সাং এর সাথে ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর করেছে জাস্টিন বিবারের ব্যবস্থাপনা সংস্থা৷
এছাড়া গাংনাম স্টাইল দিয়ে বিশ্বের দরবারে নিজ দেশের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন জায়ে-সাং৷ তাই তাঁর দেশের মানুষও তাঁর যথাযথ মূল্যায়ন করতে ভোলেননি৷ চলতি মাসেই দক্ষিণ কোরিয়ার সবচেয়ে সম্মানজনক সাংস্কৃতিক পুরস্কার ‘অকগোয়ান অর্ডার অফ কালচারাল মেরিট' দেওয়া হয়েছে জায়ে-সাং'কে৷
এএইচ / আরআই (এএফপি, এপি, রয়টার্স)