বোমা হামলা
২৬ জানুয়ারি ২০১২গত ডিসেম্বরে মার্কিন বাহিনী ইরাক ত্যাগ করার পর থেকে সেদেশে বোমা হামলার সংখ্যা বাড়তে শুরু করেছে৷ একইসঙ্গে শিয়া নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সুন্নি সমর্থিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধও দেখা দিয়েছে৷ সর্বশেষ বৃহস্পতিবার ভোর রাতে দুই সহোদর পুলিশ সদস্যে বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে৷ ইরাকের রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটার দক্ষিণের শহর মুসায়িব'এ এই হামলায় দুই পুলিশ সদস্য, তাদের স্ত্রী এবং ছয় সন্তান নিহত হয়েছে৷
যেভাবে হামলা
পুলিশ জানিয়েছে, রাস্তার পাশে যেসব বোমা পেতে রাখা হয়, সেরকমই কিছু বোমা পাতা হয়েছিল পুলিশের বাড়ির চারপাশের দেয়ালের পাশে৷ এগুলোর বিস্ফোরণে বাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ আশেপাশের কয়েকটি বাড়িও বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আহত হয়েছে চারজন৷
বলাবাহুল্য, শিয়া অধ্যুষিত শহর মুসায়েবে এর আগেও বহুবার বোমা হামলা হয়েছে৷ যেকারণে ইরাকের এই অঞ্চলকে বলা হয় ‘ট্রায়াঙ্গেল অব ডেথ'৷
কিরকুকে বোমা হামলা
ইরাকের উত্তরের শহর কিরকুকে মোটরসাইকেলে বেঁধে রাখা বোমার বিস্ফোরণে প্রাণ হারিয়েছে তিন ব্যক্তি৷ শহরের কেন্দ্রীয় চত্বরের কাছে একটি স্কুলের সামনে এই হামলায় তিন ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে৷ এদিকে, ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আল-কায়দা তার দলত্যাগী সদস্যদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে৷
উল্লেখ্য, গত ডিসেম্বরে ইরাক থেকে মার্কিন বাহিনী চলে যাওয়ার পর বিভিন্ন হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুই শতাধিক৷ শিয়া সুন্নির সংঘাত ও বিরোধও সেখানে খুবই জোরদার এখন৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক