ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও মিসাইল হামলা
১৪ এপ্রিল ২০২৪ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান৷ সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের প্রতিশোধের হুমকির মধ্যে এই ঘটনা ঘটলো৷ ইরানের ড্রোন ও মিসাইল ছোঁড়ার তথ্য জানিয়েছে দুই পক্ষই৷
ইসরায়েলের আকাশে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে৷ হোয়াইট হাউস ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতি দিয়েছে৷
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরানের ড্রোন দেশটির আকাশ সীমায় এসে পৌঁছাতে কয়েক ঘণ্টা লাগতে পারে৷ দেশটির চ্যানেল ১২ টেলিভিশন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১০০ ড্রোন ও মিসাইল ছুঁড়েছে ইরান৷ এর মধ্যে সিরিয়া অথবা জর্ডানের উপরে বেশ কয়েকটিকে গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছে চ্যানেলটি৷
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ইরানের হামলার জন্য প্রস্তুত৷ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সমর্থন তার দেশের উপর রয়েছে বলে জানান তিনি৷
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির রেভোল্যুশনারি গার্ডের সামরিক ইউনিটের বরাত দিয়ে ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে ড্রোন ও মিসাইল ছোঁড়ার তথ্য নিশ্চিত করেছে৷
এফএস/ এসিবি (এএফপি, রয়টার্স)