যুক্তরাষ্ট্রের নাগরিকের কারাদণ্ড
২৯ এপ্রিল ২০১৬দক্ষিণ কোরিয়ায় জন্ম নেয়া কিম ডং চুল যুক্তরাষ্ট্র্রের নাগরিক হলেও ১৫ বছর ধরে উত্তর কোরিয়ার সীমান্তে বসবাস করছিলেন৷ উত্তর কোরিয়ার দাবি, সীমান্তবর্তী সেই এলাকা থেকে কিম ডং চুল নিয়মিত ‘ব়্যাসন'-এ যেতেন৷ ‘ব়্যাসন' উত্তর কোরিয়ার বিশেষ অর্থনৈতিক অঞ্চল৷
৬২ বছর বয়সি কিম ডং চুলের বিরুদ্ধে শুধু সন্দেহজনকভাবে ওই অর্থনৈতিক জোনে যাওয়া-আসাই একমাত্র অভিযোগ নয়৷ উত্তর কোরিয়ার কর্মকর্তাদের দাবি, গ্রেপ্তারকৃত যুক্তরাষ্ট্রের নাগরিকের কাছ থেকে একটি ইউএসবি স্টিক উদ্ধার করা হয়েছে এবং সেই স্টিকে পারমাণবিক গবেষণা এবং সামরিক বাহিনী সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে৷ গুপ্তচর হিসেবে এ সব তথ্য পাচারের চেষ্টার অভিযোগেই কিম ডং চুলকে গ্রেপ্তার করা হয়৷ শুক্রবার সংক্ষিপ্ত শুনানি শেষে তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ আদালত৷
উত্তর কোরিয়ায় এর আগেও পাঁচ জন বিদেশিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে কারাদণ্ড দেয়া হয়েছে৷ পাঁচজনের তিনজনই বৈরি প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার নাগরিক৷ বাকি দু'জনের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক ওটো ওয়ার্মবিয়ার৷ ২১ বছর বয়সি ওটো পর্যটক হিসেবে উত্তর কোরিয়ায় গিয়ে গত মার্চ মাসে গ্রেপ্তার হন৷ দ্রুত বিচারে তাঁকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়৷
যুক্তরাষ্ট্র সবসময়ই বলে আসছে, উত্তর কোরিয়া তাদের নাগরিকদের গুপ্তচরবৃত্তির মিথ্যা অভিযোগে শাস্তি দিয়ে ‘বলীর পাঁঠা' বানাচ্ছে৷ অন্যদিকে উত্তর কোরিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে গুপ্তচর পাঠিয়ে সরকার পতনের চেষ্টা চালাচ্ছে৷
এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)