উত্তর ক্যানাডায় ভয়াবহ দাবানল
ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ। জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী ট্রুডো।
ইয়েলোনাইফের পরিস্থিতি
ক্যানাডার উত্তরের শহর ইয়েলোনাইফ। বৃহস্পতিবার থেকে হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালাতে শুরু করেছেন। ইয়েলোনাইফের আকাশে কালো ধোঁয়ার স্তর তৈরি হয়েছে।
আগুন বাড়ার আশঙ্কা
শুক্রবারের মধ্যে ইয়েলোনাইফের সমস্ত বাসিন্দাকে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, শুক্রবার বিকেল থেকে আগুন ছড়ানোর আশঙ্কা আছে।
১৬ কিলোমিটারের দূরত্ব
ইয়েলোনাইফ থেকে ১৬ কিলোমিটার দূরে এখন আগুন জ্বলছে। জঙ্গলের সেই আগুন হাওয়ার দাপটে শহরে পৌঁছাতে পারে বলে আশঙ্কা। শুক্রবার বিকেল থেকে রোববার পর্যন্ত হাওয়ার অভিমুখ শহরের দিকে থাকবে বলে মনে করা হচ্ছে। হাওয়ার গতিও বাড়বে।
বৃষ্টির অপেক্ষায়
প্রশাসন জানিয়েছে, এই আগুন থামানোর একমাত্র উপায় বৃষ্টি। শুক্রবার বৃষ্টি হলে আগুনের দাপট কমবে। দমকলকর্মী এবং সেনা অবশ্য আগুন নেভানোর জন্য প্রাণপাত করছেন।
গাড়ির লাইন
বৃহস্পতিবার হাইওয়েতে গাড়ির লাইন দেখা যায়। ২০ হাজার বাসিন্দা শহর ছেড়ে চলে যাচ্ছেন। কেউ কেউ আপৎকালীন বিমানেও টিকিট কেটেছেন। আগুন ছড়াতে শুরু করলে তা হাইওয়ে পর্যন্ত পৌঁছে যাবে বলে সতর্কতা জারি হয়েছে।
ট্রুডোর বৈঠক
শুক্রবার জরুরি বৈঠকের ডাক দিয়েছেন ক্যানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। আগুন নিয়ন্ত্রণ এবং গৃহহীনদের ব্যবস্থা, এই দুইটি বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হওয়ার কথা।
ভয়াবহ আগুন
গোটা ক্যানাডাজুড়ে এবছর দাবানলের দাপট দেখা যাচ্ছে। অ্যামেরিকার সীমান্তও কালো ধোঁয়ায় ঢেকে গেছে। এত ব্যাপক দাবানল এর বহুদিনের মধ্যে দেখেনি ক্যানাডা।