1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক গ্রাসেই দু’শো মানুষের খাবার খায় নীল তিমি

১০ ডিসেম্বর ২০১০

পৃথিবীর বৃহত্তম স্তন্যপ্রায়ী প্রাণী হল নীল তিমি৷ বিশাল আকারের প্রাণীটির বেঁচে থাকার জন্য কী পরিমাণ খাবারের প্রয়োজন হয়, এবার সেই বিষয়টি নিয়েই গবেষণা করলেন বিজ্ঞানীরা৷

https://p.dw.com/p/QUjQ
তিমি নিয়ে আগ্রহের শেষ নেই (ফাইল ফটো)ছবি: AP

বিশালায়তন নীল তিমি সাগরের গভীর পানিতে যখন একেঁবেঁকে সামনের দিকে চলতে থাকে, তখন এক গ্রাসেই এতমাছ খেয়ে ফেলতে পারে, দুইশ'জন মানুষের পক্ষেও সেই পরিমাণ মাছ খাওয়া সম্ভব নয়৷ এমনকী গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকা অবস্থায়ও এরা খেতে পারে রাশিরাশি মাছ৷ সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই বিষয়টি৷

নীল তিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী৷ এরা সাধারণত ‘ক্রিল' নামের অতিক্ষুদ্র একধরণের মাছ খেয়ে থাকে৷ খাবারের খোঁজে এরা যখন পানিতে ডুব দেয়, তখন প্রতিটি ডুবে সময় নেয় তিন থেকে পনেরো মিনিট৷ যদিও নীল তিমির শারীরিক গঠন এমন যে এরা চাইলেই প্রচুর পরিমাণে অক্সিজেন নিতে পারে৷ কিন্তু তারপরও বিশালাকার এই প্রাণীটি কেন এক ডুব দিয়ে বেশি সময় থাকতে পারেনা, সেই বিষয়টি খুব অবাক করেছে ক্যানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার বিজ্ঞানীদের৷ আর তিমি নিয়ে তাদের গবেষণাটি প্রকাশ করা হয়েছে ‘এক্সপেরিমেন্টাল বায়োলজি' পত্রিকায়৷

প্রতি কামড়ে কতগুলো মাছ গোগ্রাসে গিলতে পারে তার হিসেব কষে গবেষকরা দেখেছেন, এরা একসঙ্গে ৮ হাজার৩শ ৬ ক্যালরি থেকে শুরু করে ৪ লাখ ৫৬ হাজার ৮শ ৩৫ ক্যালরি পর্যন্ত খেতে পারে৷ এরা সর্বোচ্চ যে পরিমাণ খেতে পারে তা দিয়ে ২২৮ জনেরও বেশি মানুষকে প্রতিদিন ২০০০ কিলো ক্যালরি খাবার খাওয়ানো যেতে পারে৷ গবেষকরা দেখেছেন, তিমিকে কেবল একবার এর শরীর নড়াচড়া করতেই নি:শেষ করতে হয় ৭৭০ কিলো ক্যালরি৷

গবেষক বব শ্যাডউইক বলেছেন, ‘‘এত বেশি ক্যালরি খেতে দেখে প্রচন্ড অবাক হয়ে গেছি৷ তবে এটা তার বিশাল আকারের কারণেই৷এদের গ্রাস এত বড় যে, একসঙ্গে প্রচুর পরিমাণে খাবার খেতে পারে৷ আর বিশাল শরীর নিয়ে চলতে গেলে এই পরিমাণ শক্তিতো খরচ করতেই হবে৷''

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক