1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের করোনা প্যাকেজ অ্যামেরিকায়

১১ মার্চ ২০২১

বহু লড়াইয়ের পর শেষ পর্যন্ত মার্কিন কংগ্রেসে পাশ হলো করোনা প্যাকেজের বিল। শুক্রবার তাতে সই করবেন বাইডেন।

https://p.dw.com/p/3qSsT
মার্কিন কংগ্রেস
ছবি: Joshua Roberts/REUTERS

বহু বিতর্কের পরে শেষ পর্যন্ত অ্যামেরিকায় পাশ হলো কোভিড প্যাকেজ বিল। ক্ষমতায় এসেই এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের ওই বিল বলবৎ করার কথা বলেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ঐতিহাসিক বিলটিকে অবশ্য রিপাবলিকানরা সমর্থন করেননি। তাদের বক্তব্য, বামপন্থি মানসিকতার ওই বিলে অ্যামেরিকানদের কোনো সুবিধা হবে না। বুধবার বিলটির উপর চূড়ান্ত ভোটাভুটি হয়। ২২০-২১১ ভোটে বিলটি পাশ হয়ে যায়। শুক্রবার বিলটিতে সই করার কথা বাইডেনের।

নির্বাচনী প্রচারেই এই বিলটি নিয়ে সরব হয়েছিলেন জো বাইডেন। তার বক্তব্য ছিল, ট্রাম্প প্রশাসন কোভিড পরিস্থিতি সামাল দিতে পারছেন না। সাধারণ মানুষের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। ফলে একটি রিলিফ প্যাকেজ তৈরি করা দরকার। যেখানে কোভিড পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবরকম ব্যবস্থা থাকবে। সাধারণ মানুষেরও কিছু সুবিধা হবে। সে সময়ই মার্কিন কংগ্রেসে এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের বিলটি আনা হয়। কিন্তু পাশ হয়নি। সাত সপ্তাহ আগে ক্ষমতায় এসেছেন বাইডেন। এসেই নতুন করে বিলটি পাশ করার জন্য চেষ্টা শুরু করেন তিনি। শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ের পরে বুধবার বিলটি পাশ হলো।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যগুলিকে বেশ কিছু বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে এই বিলে। অধিকাংশ অ্যামেরিকানের অ্যাকাউন্টে এক হাজার ৪০০ ডলার দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি ট্যাক্স দিতে না পারা, বাড়ি ভাড়া দিতে না পারার জন্যও বেশ কিছু বিশেষ সুবিধা এবং ছাড় দেওয়ার কথা বলা হয়েছে বিলে।

গোটা দেশে টিকাকরণ এবং চিকিৎসার জন্য বিলে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে। ক্ষমতায় এসেই বাইডেন বলেছিলেন, তার প্রথম কাজ হলো করোনা প্রতিরোধ করা। এই বিলের সাহায্যে সেই কাজ অনেকটাই সম্ভব হবে বলে ডেমোক্র্যাটদের বক্তব্য।

রিপাবলিকানরা অবশ্য এই বিলকে বামপন্থি লিবারাল বিল বলে দাবি করছেন। তাদের দাবি, এই বিল মার্কিন অর্থনীতিকে ধ্বংস করে দেবে। যে ধরনের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, সাধারণ মার্কিনিদের তা কাজে লাগবে না। তবে ডেমোক্র্যাটদের বক্তব্য, ট্রাম্প প্রশাসন গরিব অ্যামেরিকানদের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। করোনাকালে গরিব অ্যামেরিকানদের অবস্থা আরো খারাপ হয়েছে। এই প্যাকেজে তাদের সুবিধা হবে। ফের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তারা।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)