ক্লাব ফুটবলের চার বড় দল
২৫ ফেব্রুয়ারি ২০১৪মঙ্গলবার রাশিয়ায় জেনিত সেন্ট পিটার্সবুর্গের মুখোমুখি হবে জার্মান বুন্ডেসলিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান রানার্স আপ বোরুসিয়া ডর্টমুন্ড৷ কাগজে-কলমে খুব বড় প্রতিপক্ষ নয় জেনিত৷ তবে খেলা হবে তাদের মাঠে আর বুন্ডেসলিগায় নিজেদের শেষ ম্যাচে শনিবারই ডর্টমুন্ড ৩-০ গোলে হেরেছে হামবুর্গের কাছে৷ সুতরাং রাশিয়া থেকে জার্মান ক্লাবের জয় নিয়ে ফেরাটা কঠিনই হওয়ার কথা৷
মঙ্গলবার আরেকটি ম্যাচ হবে গ্রিসে৷ অলিম্পিয়াকসের বিপক্ষে সেই ম্যাচের অতিথি দল ম্যানচেস্টার ইউনাইটেড৷ ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেয়ার পর থেকে ম্যানইউ-র সঙ্গে সাফল্যেরও যেন বিচ্ছেদ ঘটেছে৷ ইংলিশ প্রিমিয়ার লিগে তারা এখন ষষ্ঠ স্থানে৷ গ্রিস থেকে হার এড়িয়ে ফিরতে পারলেও ম্যান ইউ ম্যানেজার ডেভিড ময়েস নিশ্চয়ই খুশি হবেন৷
বুধবারের ম্যাচ দুটি হবে জার্মানি আর তু্রস্কে৷ গেলসেনকিয়ের্শেনে জার্মান ক্লাব শালকের বিপক্ষে খেলবে রেয়াল মাদ্রিদ আর তুরস্কের গালাতাসারাইয়ের মাঠে কঠিন এক চ্যালেঞ্জের মুখোমুখি হবে চেলসি৷ চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি নয়বারের চ্যাম্পিয়ন রেয়ালের জন্য জার্মানির মাঠ খুব অপয়া৷ গত দু'মৌসুমে তারা আসর থেকে বিদায় নিয়েছে জার্মানির দুই জায়ান্ট বায়ার্ন আর ডর্টমুন্ডের কাছে হেরে৷ ১২ বছরের শিরোপাখরা কাটাতে রেয়াল অবশ্য এবার বেশ প্রস্তুত৷ বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে থেকে স্প্যানিশ লিগের শীর্ষে আছে তারা৷ দলের সব খেলোয়াড় পুরোপুরি ফিট৷ সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো লিগে সর্বোচ্চ গোলদাতার আসন ধরে রেখে বড় হুমকি হয়েই আসছেন শালকের মুখোমুখি হতে৷ জার্মানি থেকে অবশেষে রেয়াল জয় নিয়ে ফিরতে পারে কিনা তা দেখতে বুধবার তাই লক্ষ লক্ষ চোখ আটকে থাকবে টিভি পর্দায়৷
চেলসির বিপক্ষে গালাতাসারাইয়ের মোক্ষম অস্ত্রটির নাম দিদিয়ের দ্রগবা৷ দু-বছর আগে তাঁর কৃতিত্বেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল চেলসি৷ ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকলেও তুরস্ক থেকে মাথা উঁচু করে ফেরা যে কঠিন হবে তা জোসে মুরিনিয়ো-ও মানছেন৷ দিদিয়ের দ্রগবা সম্পর্কে চেলসি কোচের একটাই কথা, ‘‘ও এখনো খুব ভালো, যে কোনো দলের জন্যই ও সত্যিকারের হুমকি৷ ''
এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)