এ বছর এইচএসসি পরীক্ষা হবে না
৭ অক্টোবর ২০২০বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে৷
তিনি বলেন, "২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি৷ এরা (শিক্ষার্থীরা) দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে৷ এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে৷’’
শিক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আরো জানায়, আগামী ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়ন ঘোষণা করা হবে৷ আর জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম শুরু হবে৷
উচ্চ মাধ্যমিকের পরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ায় যায়৷ শিক্ষার্থীরা ভবিষ্যতে কোন পেশায় যেতে পারবে বা যেতে চায় তা অনেক ক্ষেত্রে এ পর্যায় থেকেই নির্ধারিত হয়৷ এ কারণে এইচএসসির ফল শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷
এইচএসসি পরীক্ষা সাধারণত এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়৷ কিন্তু এ বছর করোনার কারণে ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে৷
এ প্রেক্ষাপটে সরকার চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করেছে৷
আরআর/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)