ওরা কি মানুষ?
২৬ এপ্রিল ২০১৭এপ্রিলের শুরুতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণার হাওরের বোরো ধানের খেত তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ পরিবার৷ ধান নষ্ট হওয়ার পর বিষক্রিয়ায় মারা গেছে হাওরের মাছ, হাঁস৷ সব হারিয়ে নিঃস্ব হাওর অঞ্চলের মানুষ৷ এর মধ্যে টাঙ্গুয়ার হাওরে বন্যার পানিতে মাছ, ব্যাঙ ও হাঁসের মৃত্যুর ঘটনায় সেখানকার জনমনে বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছিল৷ তবে আজ বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন জানিয়েছে, ঐ পানিতে তেজষ্ক্রিয়ার মাত্রা অনেক কম৷ তাই হাকালুকি হাওর থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে৷
বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যে রয়েছে ওপেনপিট ইউরেনিয়াম খনি৷ বিশেষজ্ঞদের আশঙ্কা ইউরেনিয়ামের বিষক্রিয়ায় বাংলাদেশ-ভারত সীমান্তে টাঙ্গুয়ার হাওরের পানিতে জলজপ্রাণীর এমন অস্বাভাবিক মৃত্যু ঘটতে পারে৷
হাওর পরিস্থিতি দেখতে রোববার সুনামগঞ্জের হাওর এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী৷
এদিকে, হাওর অঞ্চলের মানুষের দুর্গতির মধ্যে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পাঁচ শীর্ষ কর্মকর্তার মধ্যে মহাপরিচালকসহ চারজনই দেশের বাইরে অবস্থান করছেন৷ সরকারি একটি কর্মসূচিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে এই কর্মকর্তারা ক্যানাডায় অবস্থান করছেন৷ এ নিয়ে ফেসবুকে কঠোর সমালোচনা চলছে৷
তুষার তুষকি ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘এই আমাদের সোনার বাংলা৷ দেশের সাধারণ কৃষক মরলে কোনো ক্ষতি নাই৷ কিন্তু জনগণের টাকায় বিদেশ সফর বাদ দিলে অনেক ক্ষতি হবে৷ সত্যিই সেলুকাস কি বিচিত্র এই সিস্টেম, এসব দেখার কেউ নাই!’’
ডা. ইমরান এইচ সরকার ফেসবুকে সংবাদটি শেয়ার করে লিখেছেন, ‘‘আমি জানি, এরপরও দেশে আসার পর এদের কোনো শাস্তি হবে না৷ এমনকি প্রোমোশনও হতে পারে! কারণ এটা উল্টো রাজার উল্টো দেশ৷’’
কামরুল হাসান একই প্রসঙ্গে লিখেছেন, ‘‘হাওর অধিদপ্তরের সকল উচ্চ পদস্থ কর্মকতা এখন ক্যানাডায় ভ্রমণে গেছেন৷ গত ১৮ তারিখে তারা আকাশে উড়েছেন ক্যানাডার পথে যখন হাওরের কান্নার সারা দেশ কাঁদছে৷'' তিনি প্রশ্ন রেখেছেন, ‘‘ওরা কি মানুষ? ভাবতে কষ্ট হয়! এই অপরাধের সাজা হবে ভেবে পাচ্ছি না৷’’
মনজুরুল আলম পান্না লিখেছেন, ‘‘উজান থেকে আসা ঢলে ভেসে গেছে বিস্তীর্ণ হাওর এলাকার ফসল৷ রাতারাতি সেখানকার মানুষ নিঃস্ব হয়ে গেছে৷ হঠাৎ বিপদে পড়া এই মানুষদের পাশে আমরা দাঁড়াতে চাই৷’’ অন্যদেরও এই নিঃস্ব মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি৷
ফারজানা শারমীন মৌসুমী লিখেছেন, ‘‘হাওর এলাকায় সরকারের ত্রাণ কার্যক্রম তদারকি জোরদার ও গণমাধ্যমে তা প্রচারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷’’
মাহমুদুল হাসান হাওর এলাকার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে প্রথম আলোর একটি বিশেষ প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, ‘‘আজ সুনামগঞ্জের পাকনার হাওর ডুবে যাওয়ায় ১৪২টি হাওরের সবগুলো এখন পানির নিচে৷ এই মুহূর্তে হাওর অঞ্চলের সবগুলো জেলাই অনেক ক্ষতিগ্রস্ত৷ দূর্গত এলাকা ঘোষণায় আর কি কি হারানো দরকার আমার বোধগম্য না! সরকার কিছু বরাদ্দ করেছে বটে তবে সেটা বিপুল সংখ্যক আক্রান্ত মানুষের তুলনায় খুবই নগন্য৷’’
তারেক মাহমুদুর রহমান উকিল আলী নামের এক বৃদ্ধের ছবি শেয়ার করে লিখেছেন, ‘‘৭০বছর বয়সি উকিল আলী, সুনামগঞ্জের দেখার হাওরের কৃষক৷ টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তার বোরো জমির ফসল পানিতে তলিয়ে গেছে৷ বৃহস্পতিবার দুপুরে ঘরে ভাত না থাকায় নাতি-নাতনিতের বিস্কুট খাওয়ানোর বিষয়টি সাংবাদিকদের কাছে বলছিলেন তিনি৷ সুনামগঞ্জের শত হাওরের হাজারো কৃষকের অবস্থা একই৷’’
দেশের বেশিরভাগ দুর্যোগের সময়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে আসেন৷ এবারও তারা ত্রাণ সংগ্রহ ও বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন৷ সেই উদ্যোগের কথা জানিয়ে ফেসবুকে এফ এম শাহীন লিখেছেন, ‘‘ হাওর বাঁচাও৷ দুর্গত হাওরবাসীর পাশে দাঁড়াতে আমরা আজ টিএসসি তে মিলিত হয়েছিলাম৷ আগামীকাল থেকে টিএসসি অফিসে ত্রাণ সংগ্রহের কাজ শুরু হচ্ছে৷ সকলের কাছে আহ্বান হাওরবাসীর পাশে দাঁড়াতে এগিয়ে আসুন৷’’
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী
প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...