ওষুধে কাজ হলো না...
২৬ আগস্ট ২০১৪আব্রাহাম বর্বর লাইবেরিয়ার তিনজন চিকিৎসকের একজন, যাঁকে জিম্যাপ দেয়া হয়৷ এবোলা বা ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করার সময়ই আক্রান্ত হন ঐ তিন চিকিৎসক৷ রাজধানী মোনরোভিয়ার জন এফ কেনেডি মেডিকেল সেন্টারে বেশিরভাগ এবোলা রোগীদের চিকিৎসা চলছে৷ তথ্যমন্ত্রী লেউইস ব্রাউন জানান, রবিবার রাতে মারা গেছেন বর্বর৷ ওষুধ নেয়ার পর তিনি এদিন সকালে হাঁটাচলা করছিলেন, যা দেখে চিকিৎসকদের মনে আশার জন্ম হয় যে ওষুধ কাজ করছে৷ তাঁরা ভাবছিলেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন৷ কিন্তু শেষরক্ষা আর হলো না৷ বাকি দুই চিকিৎসকদের একজন নাইজেরিয়ার নাগরিক, অন্যজন উগান্ডার৷ তাঁদের চিকিৎসা এখনো চলছে৷
তবে মার্কিন দুই স্বাস্থ্য কর্মকর্তা যাঁরা লাইবেরিয়ায় এবোলার সংস্পর্শে এসেছিলেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে আটলান্টার একটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তাঁরা৷ সেখানেও তাঁদের উপর জিম্যাপ পরীক্ষা করা হয়েছিল৷ এছাড়া এবোলা সংক্রমণে নিহত স্প্যানিশ যাজকের উপরেও জিম্যাপ পরীক্ষা করা হয়৷
ব্রিটেন ও কঙ্গোতে এবোলা
ব্রিটেনের একজন নার্স সিয়েরা লিওনে এবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ রয়্যাল এয়ারফোর্স জেটে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গেছে৷ গণপ্রজাতান্ত্রিক কঙ্গোয় প্রথমবারের মতো দু'জনের দেহে এবোলা ভাইরাস পাওয়া গেছে৷ তাঁরা সিয়েরা লিওনে কাজ করার সময়ই কোনো একভাবে আক্রান্ত হন বলে জানিয়েছে জাতিসংঘ৷
ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ
৮ থেকে ১৪ই সেপ্টেম্বর উজবেকিস্তানের রাজধানী উজবেকিতে অনুষ্ঠিত হবে বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপ৷ রেসলিং গভর্নিং বডি ফিলা উজবেকিস্তানকে বলেছে, এবোলা আক্রান্ত দেশগুলোর প্রতিযোগীদের যাতে প্রতিযোগিতায় অংশ নিতে দেয়া হয়৷ উজবেকিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়কে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে তারা৷ এ সপ্তাহেই এ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে উজবেক কর্মকর্তারা৷ নাইজেরিয়া থেকে সাতজন এবং সিয়েরা লিওন থেকে দু'জন অ্যাথলিটের অংশ নেয়ার কথা এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, ২২ আগস্ট পর্যন্ত এবোলা ভাইরাসে এ পর্যন্ত ১,১৪৫ জন মারা গেছেন৷ আক্রান্ত হয়েছেন ২৬১৫ জন৷
এপিবি/ডিজি (এপি, ডিপিএ, এএফপি)