করোনা সার্টিফিকেট চালু করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন
২১ মে ২০২১ইউরোপে করোনা সংক্রমণের হার কমে চলায় ভ্রমণের অবাধ সুযোগ আবার সম্ভব করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ নিলেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা৷ করোনার টিকাপ্রাপ্ত, করোনাজয়ী ও করোনা পরীক্ষায় নেতিবাচক ফলের প্রমাণ হিসেবে অভিন্ন সার্টিফিকেট তৈরির প্রস্তাবে সম্মত হয়েছে ইউরোপীয় পার্লামেন্ট ও ২৭টি সদস্য দেশের সরকার৷ এমন সার্টিফিকেট সব সদস্য দেশেই স্বীকৃতি পাবে৷ জার্মানির টেলিকম সংস্থার টি-সিস্টেমস এবং এসএপি কোম্পানি এই সার্টিফিকেটের প্রযুক্তি তৈরি করেছে৷
জুন মাসের মধ্যেই সেই সার্টিফিকেট প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷ সে ক্ষেত্রে ১লা জুলাই থেকে নতুন এই কাঠামো চালু হয়ে যাবে৷ তার আগে পরীক্ষামূলক প্রয়োগের মাধ্যমে গোটা ব্যবস্থায় ভুলত্রুটি দূর করার চেষ্টা করা হবে৷ ফলে গ্রীষ্মের ছুটির মরসুমে পর্যটনের সুযোগ অনেকটাই উজ্জ্বল হয়ে উঠবে৷ উল্লেখ্য, ইইউ দেশগুলির প্রায় ৪০ শতাংশ মানুষ করোনা টিকার অনন্ত প্রথম ডোজ পেয়ে যাওয়ায় ভ্রমণের চাহিদা আবার বাড়তে শুরু করেছে৷
ইউরোপীয় ইউনিয়নের কোভিড সার্টিফিকেট বিনামূল্যেই পাওয়া যাবে৷ স্মার্টফোন অথবা কাগজে সেই কিউআর কোড দেখিয়ে যে কোনো মানুষ নিজেকে করোনা-মুক্ত হিসেবে প্রমাণ দিতে পারবেন৷ এমনকি ইউরোপীয় ইউনিয়নে অনুমোদিত নয়, সার্টিফিকেটের জন্য এমন টিকাও গ্রহণযোগ্য হবে৷ তবে সেই সার্টিফিকেট স্বীকৃতি পেলেও যে কোনো সদস্য দেশ পরিস্থিতি অনুযায়ী নতুন করে করোনা পরীক্ষা অথবা কোয়ারেন্টাইনের মতো সাময়িক নিয়ম চালু করতে পারে৷ বিশেষ করে করোনা ভাইরাসের নতুন কোনো মিউট্যান্ট ছড়িয়ে পড়ে গণস্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করলে এমনটা হতে পারে৷ করোনা পরীক্ষার ব্যয় কমাতে ইউরোপীয় কমিশন জরুরি তহবিল থেকে দশ কোটি ইউরো অনুদান হিসেবে দেবে৷ প্রয়োজনে আরও অর্থ ধার্য করা হতে পারে৷ তবে বিনামূল্যে করোনা পরীক্ষার প্রস্তাব ঐকমত্যের অভাবে নাকচ হয়ে গেছে৷
করোনা সার্টিফিকেট সম্বল করে কোথায় কী করা যাবে সেই বিষয়টিও ইইউ সদস্য দেশগুলির উপর ছেড়ে দেওয়া হচ্ছে৷ বেশিরভাগ দেশই পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ভ্রমণের সুযোগ আবার খুলে দিতে আগ্রহী৷ গ্রিসসহ ইউরোপের দক্ষিণের কিছু দেশ এখনই কোয়ারেন্টাইনের মতো নিয়ম প্রত্যাহার করছে৷ ইইউ-র সদস্য দেশগুলি ছাড়া শেঙেন এলাকার বাকি দেশও এই কাঠামোয় অংশ নিচ্ছে৷ আপাতত এক বছরের জন্য এই সার্টিফিকেট স্বীকৃতি পাবে৷ সেটির মেয়াদ বাড়াতে হলে ইইউ পার্লামেন্টকে নতুন করে আইন পাশ করতে হবে৷
ইউরোপীয় ইউনিয়নের বাসিন্দাদের জন্য ভ্রমণের এমন সুযোগের পাশাপাশি অন্য একটি কাঠামোর আওতায় অন্যান্য দেশের মানুষের ইইউ-তে প্রবেশের সুযোগ সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ এমনকি ইইউ-র করোনা সার্টিফিকেটের মানদণ্ড বিশ্বের বিভিন্ন প্রান্তে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে৷ অন্যান্য দেশ বা অঞ্চল একই মানদণ্ডের ভিত্তিতে নিজস্ব সার্টিফিকেট চালু করে আন্তর্জাতিক স্তরে ভ্রমণের সুযোগ আরও সহজ করে তুলতে পারে৷
এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)