কলার দাম দেখে চক্ষু চড়ক গাছ!
২৫ জুলাই ২০১৯স্যুট নিয়ে বেশ সন্তুষ্ট রাহুল৷ ফিগারতো ঠিক রাখতে হবে? তাই শুটিংয়ের ক্লান্তি ভুলে ঠিক করলেন ওয়ার্ক আউট করবেন৷ তাই, চলে গেলেন হোটেলটির জিমে৷ সেখান থেকেই বললেন, তাঁর রুমে দুটো কলা পাঠানোর কথা৷
অভিজাত হোটেল বলে কথা, তৎক্ষণাৎ রুমে চলে এলো কলা৷ সঙ্গে বিলটি দিতেও ভুল করেনি হোটেল কর্তৃপক্ষ৷
আর তাতেই ভীষণ চটেছেন, রাহুল বোস৷ জোড়া কলার দাম দেখে, অভিনেতার চোখ জোড়াও উঠে গেল কপালে৷ সব হিসেব নিকেষ কষে এক জোড়া কলার দাম ধরেছে চারশো ৪২ দশমিক ৫০ ভারতীয় রূপি৷ বাংলাদেশি টাকায় যা পাঁচশো টাকারও বেশি৷
আর তর সইলো না রাহুলের৷ নিজের সেলফোনটি বের করে ভিডিও করলেন, যেখানে হোটেলটির সাজসজ্জা আর সেবার মান নিয়ে প্রশংসা করেন তিনি৷ শেষে আসেন কলা প্রসঙ্গে৷ দুই কলার সঙ্গে বিলের কাগজটিও তুলে ধরেন তাঁর ফ্রেমে৷
সবেশেষে বলেন, ‘‘এটা আমার জন্য খুব ভালো ছিলো, খুব ভালো করেছো জেপি ম্যারিয়ট চণ্ডিগড়৷''
ভিডিওটি নিজের ট্যুইটার থেকে ছেড়েছেন ক্ষুব্ধ রাহুল বোস৷ সেখানেও তিনি লিখেছেন, ‘‘বিশ্বাস করতে হলে আপনাকে দেখতেই হবে৷ নিজের অস্তিত্ব রক্ষায় ফল ক্ষতিকারক নয় এ কথা বলেছেন?''
প্রিয় অভিনেতার ক্ষোভে বিক্ষুব্ধ হয়েছেন ভক্তরাও৷ নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করতে শুরু করলেন তাঁরা৷ ফলাফল ভিডিওটা হয়েছে ভাইরাল৷ প্রায় দেড় লাখ বার দেখা হয়েছে এটি৷ সাড়ে ছয় হাজারেরও বেশি মন্তব্য করেছেন ভক্তরা৷
টিএম/কেএম (এনডিটিভি)