কাবুলের পার্কগুলো নারীবান্ধব হচ্ছে
প্রায় চল্লিশ বছর ধরে যুদ্ধে বিধ্বস্ত আফগানিস্তানের রাজধানী কাবুল৷ গত কয়েক বছরে সেখানকার বিভিন্ন পার্কে উন্নয়ন কাজ শুরু হয়েছে৷ এক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনায় নেয়া হচ্ছে৷
শুধু নারীদের জন্য
এই বাগানে শুধুমাত্র নারীরা যেতে পারেন৷ নাম বাগ-ই-জানানা৷ কাবুলে এমন একটি পার্কই আছে৷
শুধু বুধবার
এটি কাবুলের সবচেয়ে বড় ঐতিহাসিক বাগান৷ সাড়ে ১২ হেক্টর আয়তনের এই বাগানের নাম চিলসিটুন গার্ডেন৷ গত শতকের সত্তর ও আশির দশকে এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ সংস্কার কাজ শেষে গত গ্রীষ্মে জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে৷ তবে নারীরা শুধু বুধবার সেখানে যেতে পারেন৷
নারীবান্ধব
চিলসিটুন গার্ডেন সংস্কারের সময় নারীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধার কথা বিবেচনায় নেয়া হয়৷ ফলে সেখানে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে৷ এছাড়া হাঁটার পথ প্রশস্ত করা এবং পর্যাপ্ত বসার আসন, টয়লেট তৈরি করা হয়েছে৷
পিকনিক
চিলসিটুন গার্ডেন গেলে নারীদের হাসতে, গাইতে, এমনকি বই পড়তে দেখা যায়৷ অনেক পরিবার সেখানে পিকনিকও করতে যায়৷
বাবরের সমাধি
মোঘল সম্রাট বাবরের কবর আছে এই পার্কে৷ তাই এর নাম বাগ-ই-বাবর বা বাবর্স গার্ডেন৷ ১১ হেক্টর এলাকার এই পার্কও সংস্কার করা হয়েছে৷ ফলে এখন প্রতিবছর হাজার হাজার দর্শনার্থী সেখানে যান৷
পার্কের উন্নয়ন
জাতিসংঘের সহায়তায় ‘আফগানিস্তান আরবান পিসবিল্ডিং প্রোগ্রাম’ দেশটির আট শহরের পার্ক সংস্কার করা হচ্ছে৷ সব ক্ষেত্রেই নারীদের কথা বিবেচনায় রাখা হচ্ছে৷