কাবুল হামলার পরিকল্পনাকারী ড্রোন হামলায় নিহত: যুক্তরাষ্ট্র
২৮ আগস্ট ২০২১শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলের প্রদেশ নানগরহরে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র৷ পেন্টাগন থেকে ব্রিফিংয়ে দাবি করা হয়েছে হামলায় আইএস-কে (ইসলামিক স্টেট-খোরসান) জঙ্গী গোষ্ঠীর উচ্চ পর্যায়ের দুই সদস্যকে হত্যা করা হয়েছে৷ আহত হয়েছেন আরো একজন৷
পেন্টাগনের আঞ্চলিক অপারেশনের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল হাঙ্ক টেইলর সাংবাদিকদের বলেন, কোন বেসামরিক নাগরিক এই হামলায় ক্ষতিগ্রস্ত হননি৷
তবে যাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে তারা কেউ কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবারের বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত কিনা তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি৷
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি হতাহতদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান৷ তবে বলেন ,আইএস-কে 'একজন পরিকল্পনাকারী এবং একজন সহায়তাকারীকে হারিয়েছে'৷ এর আগে কাবুলে হামলার একজন পরিকল্পনাকারীর মৃত্যুর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর৷ কিরবি এর ব্যাখ্যা দিয়ে বলেন, একই হামলায় একজন সহযোগীও নিহত হয়েছেন৷
কাবুল বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবার এক বোমা হামলায় ১৬৯ জন আফগান নাগরিক ও ১৩ মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন৷
এই ঘটনার পর কাবুল হামলায় জড়িতদের বের করে বদলা নেয়ার অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট৷ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আঘাত হানবে মার্কিন সেনা৷ তাদের চরম জবাব দেওয়া হবে৷ তিনি আইএস-কের স্থাপনা ও নেতাদের উপর হামলা চালানোরও নির্দেশ দেন৷
তার আগে বোমা হামলার পর আইএস-কে ঘটনার দায় স্বীকার করে৷ তারা হামলা চালাতে পারে এমন আশঙ্কা করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আগেই সতর্ক করেছিল৷
মার্কিন নাগরিকদের বিমানবন্দর এড়ানোর পরামর্শ
এদিকে কাবুল বিমানবন্দরে নতুন হামলার আশঙ্কা প্রকাশ করে শনিবার আবারও সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জারি করা সতর্কবার্তায় নাগরিকদের বিমানবন্দরে না আসার পরামর্শ দেয়া হয়েছে৷ যারা বিমানবন্দরে আছেন তাদেরও অবিলম্বে চলে যেতে বলা হয়েছে৷
বিবৃতিতে বলা হয়, ‘‘কাবুল বিমানবন্দরে নিরাপত্তা হুমকির কারণে আমরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিমানবন্দরে ভ্রমণ ও বিমানবন্দরের ফটক এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি৷’’
এফএস/আরআর (এএফপি, এপি, রয়টার্স)