1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কারা এগিয়ে কারা পিছিয়ে

২ মে ২০২১

কারা জিতলেন, কারা হারলেন পশ্চিমবঙ্গের নির্বাচনে? কারা এগিয়ে আছেন?

https://p.dw.com/p/3sqes
নন্দীগ্রামে প্রাথমিকভাবে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়। ছবি: Indranil Aditya/NurPhoto/picture alliance

সিঙ্গুরে তৃণমূলের বেচারাম মান্না জিতেছেন। রাজারহাটে জিতেছেন তৃণমূলের গায়িকা প্রার্থী অদিতি মুন্সি। 

কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী, গায়ক ও অভিনেতা বাবুল সুপ্রিয় হেরেছেন। তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়  জিতেছেন।

শিলিগুড়িতে বাম নেতা অশোক ভট্টাচার্য  হেরে গেছেন। ডোমজুড়ে তৃণমূল ছেড়ে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্য়ায় হেরেছেন। তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া নেতা জিতেন্দ্র তিওয়ারিও হেরেছেন।

শীতলকুচিতে পিছিয়ে তৃণমূলের পার্থপ্রতিম বসু। এখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্য়ু হয়েছিল।রাজ্য়ের মন্ত্রী গৌতম দেব ডাবগ্রাম-ফুলবাড়িতে পিছিয়ে। কলকাতা বন্দর কেন্দ্রে ফিরহাদ হাকিম এগিয়ে।

মেদিনীপুর সদরে তারকা প্রার্থী জুন মালিয়া এগিয়ে আছেন। উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক এগিয়ে। এগিয়ে আরেক তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। যাদবপুরে পিছিয়ে সুজন চক্রবর্তী।

কামাহাটিতে এগিয়ে তৃণমূল নেতা  মদন মিত্র। পিছিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

তবে প্রতিটি কেন্দ্রে অনেক রাউন্ডের গণনা বাকি। 

জিএইচ/এসজি(পিটিআই, এবিপি আনন্দ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য