কুমিল্লায় ইভিএম দিয়েই পুরো নির্বাচন করতে চায় ইসি
১৪ নভেম্বর ২০১১নির্বাচন কমিশন প্রথম ইভিএম ব্যবহার করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মাত্র একটি ওয়ার্ডে৷ এরপর নারাণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৯টি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হয়৷ নির্বাচনের আগে ইভিএম নিয়ে নানা সমালোচনা থাকলেও নির্বাচনের পর কোন কথা ওঠেনি৷ আর এই সাফল্যে উজ্জ্বীবিত নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পুরোটাই তারা ইভিএম-এর মাধ্যমে করবেন৷ থাকবেনা প্রচলিত কাগুজে ব্যালট৷
তিনি জানান, শিগগিরই ইভিএম নিয়ে ওই এলাকায় প্রচার প্রচারণা শুরু হবে৷ যাতে সাধারণ ভোটারদের মধ্যে কোন অস্বচ্ছতা না থাকে৷ আর নির্বাচনের তফসিল ঘোষনা হবে এ মাসেই৷ নির্বাচন হবে ৫ই জানুয়ারির মধ্যে৷
আর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা৷ টিআইবির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ বলেছেন এবার ইভিএম-এর চুড়ান্ত পরীক্ষা হয়ে যাবে৷
বাংলাদেশে ইভিএম-এর উদ্ভাবক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লুৎফুর কবির জানান কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সহজেই ইভিএম-এর মাধ্যমে সম্ভব৷ তিনি বলেন নরায়ণগঞ্জে প্রচার প্রচাণার অভাব ছিল৷ এবার যেন তেমনটি না হয়৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম