1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণমাধ্যমে ২১ আগস্টের গ্রেনেড হামলা

২১ আগস্ট ২০১০

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসীরা৷ আজ শনিবার সেই ২১শে আগস্ট৷ স্বভাবতই বাংলাদেশের সংবাদমাধ্যমের নজর গ্রেনেড হামলার দিকে৷ এছাড়া রয়েছে অ্যানথ্রাক্স সংক্রমণের খবর৷

https://p.dw.com/p/OswM
২১ শে আগস্ট গ্রেনেড হামলায় আহত হন শেখ হাসিনা (ফাইল ফটো)ছবি: AP

গ্রেনেড হামলা

শনিবার সব গণমাধ্যমের নজর ২১শে আগস্টের গ্রেনেড হামলার দিকে৷ দৈনিক প্রথম আলোর মূল শিরোনাম, ‘বাবর আসামি হচ্ছেন, সন্দেহে তারেক'৷ পত্রিকাটির দাবি, ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে৷ একই সঙ্গে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি প্রথম আলোর৷

একই বিষয়ে দৈনিক কালেরকন্ঠের শিরোনাম, ‘তদন্তের ঘুরপাকে ২১ আগস্ট'৷ একই দৈনিকের আরেক শিরোনাম, ‘গাড়ি থামাও, আমি সুধা সদনে যাব না...'৷ গ্রেনেড হামলার সময় নেতাকর্মীরা শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয়ে নিতে চাইলেও, তিনি তাঁর কর্মীদের দেখতে ঘটনাস্থলেই থাকতে চাইছিলেন৷ কালেরকন্ঠ এক রাজনৈতিক নেতার বয়ানে প্রকাশ করেছে এই খবর৷

অ্যানথ্রাক্স সংক্রমণ

বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম এর প্রধান শিরোনাম অ্যানথ্রাক্স সংক্রমণ নিয়ে৷ সিরাজগঞ্জে আরো ১২ জন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে৷ সবমিলিয়ে এখন সে জেলায় এই রোগে আক্রান্তের সংখ্যা ৩৮ জন৷ বিডিনিউজ এর কথায়, ইতিমধ্যে আক্রান্তদের চিকিৎসা শুরু হয়েছে৷ তাই, এই রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই৷

ঢাকায় টনি ব্লেয়ার এবং চেরি ব্লেয়ার

দৈনিক ইত্তেফাক এর শিরোনাম, ‘ঢাকায় ব্লেয়ার দম্পতি'৷ শুক্রবার বিকেল ৩টা ৪০ মিনিটে এই দম্পতি ঢাকায় পৌঁছান৷ রাতেই তাঁরা পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বাসায় নৈশভোজে অংশ নেন৷ শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী নেত্রীর সঙ্গে আলাদা আলাদা বৈঠকে বসবেন ব্লেয়ার দম্পতি৷

অক্টোপাস পল

জার্মানির অক্টোপাস পলকে নিয়ে একটি খবর প্রকাশ করেছে ইত্তেফাক৷ শিরোনাম, ইংল্যান্ডের বিশ্বকাপ আয়োজনে অক্টোপাস পলের সমর্থন৷ ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজন করতে চায় ইংল্যান্ড৷ আর সেদেশকেই সমর্থন জানিয়েছে পল৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়