1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুজরাট থেকে শিক্ষা নেবে পশ্চিমবঙ্গ?

১ নভেম্বর ২০২২

গুজরাটে সেতু ভেঙে যাওয়ার পরেই নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক কর্তারা।

https://p.dw.com/p/4Iudd
গুজরাট
ছবি: Rajesh Ambaliya/AP Photo/picture alliance

মঙ্গলবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের পূর্ত দপ্তরের কর্মকর্তারা। বৈঠকে থাকার কথা রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়েরও। রাজ্য এবং জেলাস্তরের ইঞ্জিনিয়ারদের কাছ থেকে বিভিন্ন সেতু নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট আনা হয়েছে।

রোববার রাতে গুটরাটের মোরবিতে একটি সেতু ভেঙে পড়ে। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এখনো হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় কয়েকশ মানুষ। শতাব্দীপ্রাচীন সেতুটির রক্ষণাবেক্ষণ নিয়ে উঠেছে প্রশ্ন। শুধু তা-ই নয়, একসঙ্গে এত মানুষকে কেন ওই সেতুতে উঠতে দেওয়া হলো, তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে।

সেতু ভেঙে পড়ার ঘটনা পশ্চিমবঙ্গেও ঘটেছে। কলকাতায় পোস্তা উড়ালপুল তৈরি হওয়ার সময় ভেঙে পড়েছিল। উল্টোডাঙা উড়ালপুল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। গত বছর ডয়চে ভেলে বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে কলকাতার একাধিক উড়ালপুল পরীক্ষা করে দেখেছিল। দেখা গেছিল, একাধিক সেতুর স্বাস্থ্য ভালো নয়। বস্তুত, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর সরকার একটি বিশেষজ্ঞ দল তৈরি করেছিল। রাজ্যের এবং কলকাতার বিভিন্ন সেতু পরীক্ষা করে রিপোর্ট দেওয়া হয়েছিল। গুজরাটের ঘটনার পর সেই রিপোর্ট এবং সেতুগুলির বর্তমান অবস্থা নিয়ে ফের বৈঠকে বসছে পশ্চিমবঙ্গ সরকার।

ডয়চে ভেলেকে সেতু বিশেষজ্ঞ অধ্যাপক সোমনাথ ঘোষ বলেছেন, ''কলকাতার একাধিক সেতুর স্বাস্থ্য ভালো নয়। নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে বেশ কিছু সেতুর।'' বস্তুত, ডয়চে ভেলের কলকাতার সাংবাদিক সুব্রত গোস্বামী সেতু নিয়ে একটি নীরীক্ষণমূলক সংবাদ করার সময় একাধিক সেতুতে ফাটলের ছবি তুলে ধরেছিলেন। যার কয়েকটি সারানো হলেও কিছু সেতুর অবস্থা এখনো বিপজ্জনক।

বিপজ্জনক সেই সেতুগুলি নিয়ে এদিন বৈঠকে আলোচনা হওয়ার কথা। দুর্ঘটনা রুখতে বহু সেতুর উপর ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বার লাগিয়ে বড় গাড়ি ওঠা বন্ধ করা হয়েছে একাধিক সেতুতে। রাতের দিকে অনেক সেতু বন্ধ রাখা হয়। এছাড়াও কলকাতায় বেশ কিছু প্রমোদ সেতু আছে। সেগুলির স্বাস্থ্য নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হওয়ার কথা। নবান্ন সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে, এদিনের বৈঠকের পর ফের একটি সেতু মনিটারিং কমিটি তৈরি হতে পারে। শহর এবং জেলার সেতুগুলি যারা নতুন করে পরীক্ষা করে দেখবে। 

এসজি/জিএইচ (পিটিআই, টিভি১৮)