1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসে বেড়াতে গিয়ে মৃত মার্কিন নাগরিক, নিখোঁজ তিন

১৭ জুন ২০২৪

এর আগেও এমন ঘটনা ঘটেছে গ্রিসে। প্রবল গরমে বিদেশি নাগরিকদের মৃত্য়ু হচ্ছে বলে মনে করা হচ্ছে।

https://p.dw.com/p/4h75R
গ্রিসে পর্যটকের ভিড়
গরমে গ্রিসে পর্যটকের মৃত্য়ুছবি: Stelios Misinas/REUTERS

গ্রিসের মাথরাকি দ্বীপের একটি সমুদ্র সৈকতে মৃত মার্কিন নাগরিকের দেহ মিলেছে। গত কয়েক সপ্তাহ ধরে গ্রিসে একের পর এক এমন ঘটনা ঘটেছে। অন্তত তিনজন পর্যটক এখনো নিখোঁজ বলে জানিয়েছে গ্রিসের সরকারি কর্মকর্তারা।

এর আগে গত শনিবার সামোসে ৭৪ বছরের এক হল্য়ান্ডের নাগরিকের মৃতদেহ উদ্ধার করে দেশের দমকল বাহিনী। তার আগে যুক্তরাজ্য়ের টেলিভিশনে পরিচিত মুখ মাইকেল মোসলির মৃতদেহ পাওয়া যায় সিমি দ্বীপ থেকে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রোববার একটি নির্জন সৈকতে ওই মার্কিন নাগরিকের মৃতদেহ দেখতে পান আরেক পর্যটক। তিনিই পুলিশকে প্রথম খবর দেন। গত বৃহস্পতিবার ওই মার্কিন নাগরিকের নামে নিখোঁজ ডায়েরি করেন তার বন্ধু। ওই বন্ধুর কাছেই এসেছিলেন এই ব্য়ক্তি। দুইজন নারী পর্যটকের সঙ্গে গত মঙ্গলবার শেষবার তাকে দেখা যায় একটি ক্য়াফেতে।

এদিকে শুক্রবার সিকিনোসে দুই ফরাসি নাগরিকের নামে নিখোঁজ ডায়েরি করা হয়। এই দুই নারী পর্যটকের বয়স যথাক্রমে ৬৪ এবং ৭৩। অ্যামোরগস দ্বীপে আরেক মার্কিন নাগরিককে খুঁজছে পুলিশ। গত মঙ্গলবার থেকে তিনিও নিখোঁজ। এই ব্য়ক্তি ক্যালিফোর্নিয়ার শেরিফের সাবেক ডেপুটি অফিসার ছিলেন বলে জানা গেছে। ঘামতে ঘামতে তাকে একটি প্রত্য়ন্ত দ্বীপে হাঁটতে দেখা গেছে বলে পুলিশ জানতে পেরেছে। তারপর থেকেই তাকে খুঁজতে সার্চ পার্টি নামানো হয়েছে।

এবছর ভয়াবহ গরম পড়েছে গ্রিসে। এটিই গ্রিসের পর্যটনের মরসুম। বহু দেশ থেকে মানুষ এসময় গ্রিসে ছুটি কাটাতে আসেন। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, এবছর তাপমাত্রা সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। যাদের দেহ উদ্ধার হয়েছে, তারা বেশির ভাগই প্রবল সূর্যতাপের মধ্য়ে হাইক করতে বেরিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। জুনের প্রথম সপ্তাহে গ্রিসের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন। গরমের জন্য় বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাক্রোপলিস।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)