চলতি বছর মন্দা থেকে বের হতে পারছে না জার্মানি
৮ অক্টোবর ২০২৩সরকারের সর্বশেষ প্রাক্কলিত হিসেব অনুযায়ী, ২০২৩ সালে আগের বছরের তুলনায় জিডিপি প্রবৃদ্ধি দশমিক চার শতাংশ কমতে পারে৷ সরকারের সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান বার্তা সংস্থা ডিপিএ৷
এর আগের পূর্বাভাসে বলা হয়েছিল চলতি বছর জার্মানির প্রবৃদ্ধি হবে দশমিক চার শতাংশ৷ কিন্তু মূল্যস্ফীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে ভাটা পড়ায় কাঙ্খিত আয়ের দেখা পাচ্ছে না ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি৷ তবে সরকারি প্রাক্কলন অনুযায়ী, আগামী বছর নিত্যপণ্যের দাম কিছুটা সহনীয় হবে৷ এ বছরের মূল্যস্ফীতি ৬ শতাংশ থেকে কমে আগামী বছর তা দুই দশমিক ছয় শতাংশ হবে৷
গত বছরের শেষ প্রান্তিকে ও চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিতে জার্মানির অর্থনীতিতে নেতিবাচক প্রবৃদ্ধি ছিল৷ ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকেও সেই ধারা বজায় থাকছে৷ অর্থনীতিতে পরপর দুই প্রান্তিক নেতিবাচক প্রবৃদ্ধি থাকলে তাকে মন্দা পরিস্থিতি বলে ধরা হয়৷ সেই হিসাবে এই বছর মন্দা থেকে বের হতে পারছে না দেশটি৷
সরকারি সূত্রের বরাতে ডিপিএ আরো বলছে, ২০২৪ সালে মন্দার ধাক্কা কাটিয়ে এক দশমিক তিন শতাংশ প্রবৃদ্ধি হবে৷ ২০২৫ সালে তা কিছুটা বেড়ে হবে এক দশমিক পাঁচ শতাংশ৷ বুধবার এই প্রাক্কলনের রিপোর্টটি প্রকাশ করবেন অর্থমন্ত্রী রবার্ট হাবেক৷
জেডএ/এফএস (ডিপিএ)