চিনাবাদাম চাষি, কাঠুরিয়া থেকে প্রেসিডেন্ট
একেবারে ‘সাধারণ’ কোনো পেশা থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার অন্যরকম একটা তাৎপর্য থাকে৷ এমন কিছু পেশা থেকে কয়েকজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন, যা স্বাভাবিক অবস্থায় কল্পনাই করা যায় না৷ ছবিঘরে বিস্তারিত...
কাঠুরে থেকে প্রসিডেন্ট
এক সময় জীবিকা নির্বাহ করতে বেড়া তৈরির কাঠ কাটার কাজও নিতে হয়েছিল তাকে৷পরে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট হয়েছিলেন আব্রাহাম লিংকন৷
দর্জি থেকে প্রেসিডেন্ট
অ্যান্ড্রু জনসন ছিলেন দর্জি৷ রাজনীতিতে যোগ দিয়ে ধাপে ধাপে এগিয়ে শেষ পর্যন্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ১৭তম প্রেসিডেন্ট৷রওপরের ছবিতে বাঁ দিক থেকে অ্যান্ড্রু জনসন, বিল ক্লিন্টন ও ডনাল্ড ট্রাম্প৷ তিনজনই ইমপিচমেন্টের মুখোমুখি হয়েছিলেন, তবে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়তে হয়নি৷
টুপি তৈরি থেকে দেশ গড়ার কাজে
৩৩তম প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ছিলেন হ্যাবারড্যাশার৷ কাজ ছিল পুরুষদের কাপড় এবং হ্যাট সেলাই৷
চিনাবাদাম চাষি ছিলেন যিনি
যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টারেরও জীবন খুব স্বচ্ছল ছিল না৷ চিনাবাদাম চাষি থেকে তার প্রেসিডেন্ট হওয়ার গল্প থেকে আজও অনেক তরুণ ছোট থেকে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখেন৷
নায়ক থেকে রাষ্ট্রনায়ক
১৯৩২ সালে গ্র্যাজুয়েশন করার পর রেডিওর ঘোষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন রোনাল্ড রেগান৷ সুন্দর চেহারা এবং কণ্ঠের জন্য পরে হলিউডের চলচ্চিত্রেও অভিনয় করেছেন৷পরে যুক্তরাষ্ট্রের ৪০ তম প্রেসিডেন্ট হয়েছিলেন রোনাল্ড রেগান৷ ওপরের ছবিতে হলিউডের চলচ্চিত্রে সহ-অভিনেত্রীর সঙ্গে অভিনেতা রোনাল্ড রেগান৷