চেক প্রজাতন্ত্রে পর্যটনের সঙ্গে জলক্রীড়া যোগ করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে৷ রোমান্টিক নদী হাইকও পছন্দ চেকদের৷ আছে ক্যাম্পফায়ারের পাশে পর্যটকদের রাত কাটানোর চল৷ তবে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া চেসকি ক্রুমলফ শহরের বাসিন্দারা এসবের বিরোধী৷ সেখানে প্রতিবাদ বাড়ছে৷