জঙ্গি হামলার ৮ বছর
১৭ আগস্ট ২০১৩ব়্যাব-এর মহাপরিচালক মোখলেসুর রহমানও ডয়চে ভেলের কাছে স্বীকার করলেন, জঙ্গি কার্যক্রম এখনও শেষ হয়ে যায়নি৷ বিভিন্ন নামে-বেনামে মাথাচাড়া দিয়ে কার্যক্রম চালাচ্ছে৷ এদের গ্রেফতারের পর জামিনে ছাড়া পেয়ে অথবা জেল থেকে সাজা খেটে মুক্ত হয়ে আবারও জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে৷ তবে ব়্যাব সচেতন বলে জানান তিনি৷
জেএমবি, জেএমজেবি, হুজি, শাহাদত-ই-আল হিকমা ও হিযবুত তাহরীর নামে ৫টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করে সরকার৷ কিন্তু এর বাইরেও আসিফ রেজা কমান্ডো ফোর্স, আনসারুল্লাহ বাংলা টিম, হিযবুত তাওহীদ, তাআমীর উদ্দীন, লস্কর-ই-তৈয়বা, জয়স-ই-মোহাম্মদসহ বিভিন্ন নামে জঙ্গি এখন সক্রিয়৷ সম্প্রতি বরগুনা থেকে গ্রেফতার হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীম উদ্দীন রাহমানীসহ ৫ জন৷ আর এর একদিন পর ঝালকাঠি থেকে গ্রেফতার হয়েছে তাআমীর উদ্দীনের ৯ সদস্য৷ এদের সবাই আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার অনুসারী৷ কিন্তু এদের কারো সঙ্গে আল কায়েদার কোন যোগাযোগ নেই বলে স্বীকার করেছেন গোয়েন্দারা৷
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ডয়চে ভেলেকে বলেন, পুলিশের জঙ্গিবিরোধী অবস্থান সব সময় থাকে৷ আর জঙ্গি বিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া৷ তারপরও ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলার ৮ বছর উপলক্ষ্যে পুলিশকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে৷ তিনি বলেন, বর্তমান সময়ে জঙ্গি তত্পরতার বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে৷ দেশে যে কোনো জঙ্গি তত্পরতা কঠোর হস্তে দমন করার কথাও বলেন তিনি৷
গোয়েন্দা পুলিশের কর্মকর্তা বলেন, বর্তমানে দেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছে জঙ্গি সংগঠনগুলো৷ বিভিন্ন নাম ধারণ করে নিষিদ্ধ সংগঠন জোট বেঁধে ধর্মীয় সংগঠনের আড়ালে জড়িয়ে পড়ছে জঙ্গি তত্পরতায়৷ পরিকল্পনা করছে নাশকতার৷ আর এই কাজে মাদ্রাসা থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়িত থাকছে৷ সম্প্রতি আনসারুল্লাহ-র বাংলা টিমের প্রধান জসিম উদ্দীন রাহমানীর ঢাকার আস্তানায় গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে৷ সেখান থেকে উদ্ধার হয় মন্ত্রীসহ প্রগতিশীল ১২ ব্যক্তির হিটলিস্ট৷ এই হিটলিস্টে নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দারের নামও ছিল৷ এই ধরনের তালিকা নিয়ে বেশ বিচলিত পুলিশ ও ব়্যাব-এর কর্মকর্তারা৷
ঢাকা মেট্টোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, জঙ্গিদের কার্যক্রম তীক্ষ্ণভাবে নজরদারি করা হচ্ছে৷ এখন আর আগের মত বড় ধরনের নাশকতা চালানোর সুযোগ নেই৷ তারপরও সারাদেশে জঙ্গি হামলার ৮ বছর পূর্তিতে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে৷ গুরুত্বপূর্ণ সব জায়গাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে৷ পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা ইউনিটও কাজ করবে বলে তিনি নিশ্চিত করেন৷ পাশাপাশি জঙ্গি বিরোধী অভিযান আরো জোরদার করার কথাও জানান তিনি৷