জনমত: গত পাঁচ বছরে বিএনপির মূল্যায়ন
রাজনৈতিক দল হিসেবে বিএনপির গত পাঁচ বছরের সাফল্য ও ব্যর্থতা নিয়ে ডয়চে ভেলেকে তাঁদের মতামত জানিয়েছেন সাধারণ মানুষ৷ গত পাঁচ বছরে বিএনপি কতটা সফল বা ব্যর্থ শুনুন তাঁদের মুখে৷
কামরুল হাসান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল হাসানের মতে গত পাঁচ বছরে বিএনপির সবচেয়ে খারাপ কাজ ‘যুদ্ধাপরাধীদের দল’ জামায়াতে ইসলামির সঙ্গ না ছাড়া৷
নাসরিন সুলতানা
বেসরকারি চাকুরিজীবী নাসরিন সুলতানার মতে, বিএনপির অন্যতম ভুল ছিল বিভিন্ন সময়ে হরতাল-অবরোধ ডেকে মানুষকে দুর্ভোগে ফেলা৷ হরতাল ডেকে বিএনপির নেতা-কর্মীদের মাঠে না নামাটাও ছিল রাজনৈতিক ব্যর্থতা৷
দীপঙ্কর সাহা
স্কুল শিক্ষক দীপঙ্কর সাহা মনে করেন, রাজনৈতিক দল হিসেবে গত পাঁচ বছরে বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়া৷
বীথি আক্তার
বীথি আক্তার একজন গৃহিনী৷ তাঁর মতে, রাজনৈতিক দল হিসেবে গত পাঁচ বছরে বিএনপির উল্লেখ করার মতো কোনো সাফল্য নেই৷ তিনি বলেছেন, ‘‘রাজনৈতিক দল হিসেবে পুরোটাই ব্যর্থ তারা৷’’
মাহবুবুর রহমান
মাদ্রাসা শিক্ষার্থী মাহবুবুর রহমান৷ রাজনৈতিক দল হিসেবে গত পাঁচ বছরে বিএনপির সফলতা ও ব্যর্থতা নিয়ে কোনো মন্তব্য করতেই রাজি হননি তিনি৷
রোমান আহমেদ
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রোমান আহমেদ মনে করেন, রাজনৈতি দল হিসেবে বিএনপির সবচেয়ে বড় সাফল্য প্রবল জনসমর্থন৷ এ সময়ে বিএনপির জন-সমর্থন অন্যান্য সব রাজনৈতিক দলের উর্ধ্বে৷
জলিল মিয়া
দিন মজুর জলিল মিয়া মনে করেন, রাজনৈতিক দল হিসেবে গত পাঁচ বছরে বিএনপির সফলতা হচ্ছে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়া৷
মাসুদ রানা গণি
ব্যবসায়ী মাসুদ রানা গনি মনে করেন, গত পাঁচ বছরে বিএনপির উপর অনেক মামলা, জেল-জুলুমের মধ্যেও রাজনৈতিক দল হিসেবে টিকে থাকাই সবচেয়ে বড় সফলতা৷
মোহাম্মদ সবুজ
বেসরকারি চাকুরিজীবী মোহাম্মদ সবুজ মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল দেয়ার পরেও বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন-কর্মসূচি চালিয়ে যাওয়ায়ই সবচেয়ে বড় সফলতা৷
আব্দুল হালিম
নির্মাণ শ্রমিক আব্দুল হালিম রাজনৈতিক দল হিসেবে গত পাঁচ বছরে বিএনপির তেমন কোনো সফলতার কথা বলতে না পারলেও দলটির ভোট ও সমর্থন অনেক বেড়েছে বলে তিনি মনে করেন৷