জার্মানিতে কমছে ভূগর্ভস্থ পানির স্তর
৩১ আগস্ট ২০২২বার্লিন গেটের সামনে ব্রান্ডেনবুর্গের স্ট্রাউলেক৷ এই অঞ্চলের বেশিরভাগ জলাশয়ের মতো এটিরও পানির উৎস ভূগর্ভ৷ বছরে প্রায় ছয় লাখ ঘনমিটার করে পানি কমছে লেকটিতে, যা চার হাজার পরিবারের পানির চাহিদার সমান৷ এখান থেকে খাবার পানি সংগ্রহ করা হয়৷ তবে পানি কমার কারণ শুধু এটি নয়৷ অগভীর অংশটি প্রায় শুকিয়ে গেছে৷
নতুনদের ডাইভিং শেখানোর জন্য অগভীর জল দরকার হয় ডাইভিং প্রশিক্ষক স্টেফান গোউইৎসকের৷ স্টেফানের ভয় যে তাকে তার ডাইভিং প্রশিক্ষণের স্কুলটি আর বেশিদিন চালাতে পারবেন না৷ কারণ পানি কমে গেলে অগ্রসর ডুবুরিদের প্রশিক্ষণেরও ক্ষতি হয়৷ প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত বার্লিনের দ্য লাইবনিস ইনস্টিটিউট ফর অ্যাকোয়াটিক ইকোলজি অ্যাট ম্যুগেল লেক৷ এখানে ইকো-হাইড্রোলজিস্ট ড. ইয়র্গ লেভানডস্কি গবেষণা করেন৷
তিনি বলেন, ‘‘কেউ যখন এমন জলাশয় দেখেন, তখন ভাবেন বার্লিন কতটাই না জলসমৃদ্ধ৷ অথচ বার্লিন একইভাবে খুবই জলদরিদ্র, কারণ, এখানে খুব কম বৃষ্টি হয়৷ আমরা জার্মানির সবচেয়ে কম বৃষ্টি হয়, এমন এলাকায় আছি৷ আর তাই দীর্ঘমেয়াদে বার্লিন পানি নিয়ে বড় সংকটে পড়বে৷ কারণ, জলবায়ু পরিবর্তন সমস্যাকে আরো ত্বরান্বিত করবে৷ এটা বলাই যায় যে, ভূগর্ভে পানির স্তর সরু হচ্ছে, কারণ পানি নীচে পৌঁছাচ্ছে না, তার আগেই বাষ্পীভূত হয়ে যাচ্ছে৷''
এর প্রভাব এরই মধ্যে বন-জঙ্গলের ওপরও পড়তে শুরু করেছে৷ বনবিভাগের প্রধান ইয়র্গ ডুঙ্গার লুখ লেকের দিকে যাচ্ছেন৷ জেলা বন কর্মকর্তা পেটার পাউলিক তাকে এমন সব জায়গা দেখাচ্ছেন যেখানে আগে গেলে পানিতে পা ভিজে যেত৷
জেলা বন কর্মকর্তা পেটার পাউলিক বলেন, ‘‘এই মুহূর্তে আমি যেখানে আমার ভেজা রাবার বুটের ওপর দাঁড়িয়ে আছি, সেটি আসলে লেকের পানির মূল স্তর থেকে দুই মিটার নীচে৷ তার মানে আমার মাথা পানির নীচে থাকার কথা ছিল৷ তাই বোঝাই যাচ্ছে পানির কী দুর্দশা৷ ''
যখন এমন জলাশয় শুকিয়ে যায়, এর অর্থ পরিবেশে প্রচুর কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়৷ এটি জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে এবং এর ফলে লেকের দুর্দশা আরো বাড়ে৷ তবে বনকর্মীরা কাছে পাশেই তৈরি হওয়া একটি হলে প্রচুর পানির চাহিদা আরেকটি বড় সমস্যা৷
আর বার্লিনের ম্যুগেল লেকে পানি বিশেষজ্ঞরা পানি কমার আরেকটি প্রভাব নিয়েও শঙ্কিত৷ তা হলো, এতে দাবানলের শঙ্কা বাড়ে৷
বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে পানি কমার হার লিপিবদ্ধ করেছেন৷ গত দুই দশকেরও বেশি সময় ধরে জার্মানির ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নীচে নেমে যাচ্ছে৷ তুলনা করলে একটা বিরাট লেকের সমান পানি কমেছে৷
ড. ইয়র্গ লেভানডস্কি বলেন, ‘‘এটা আমাকে আতঙ্কিত করে৷ বিশেষ করে যখন আমি আমার সন্তানদের কথা ভাবি৷ এটা একটা বড় সমস্যা হতে যাচ্ছে তাদের জন্য৷''
মার্সেল ট্রোকোলি কাস্ট্রো/জেডএ