1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে দিনে ৪০ শিশু যৌন নিপীড়নের শিকার

৭ জুন ২০১৯

জার্মানিতে শিশুদের যৌন নিপীড়ন, শারীরিক নির্যাতন ও হত্যা বাড়ছে৷ পুলিশ জানিয়েছে, গত বছর সারা দেশে ১০০-রও বেশি শিশুকে হত্যা করা হয়েছে, যৌন নিপীড়নের শিকার হয়েছে কয়েক হাজার শিশু৷

https://p.dw.com/p/3K1Oc
প্রতীকী ছবিছবি: Imago Images/blickwinkel

বৃহস্পতিবার জার্মানিতে ২০১৮ সালে ঘটা অপরাধের পরিসংখ্যান প্রকাশ করা হয়৷ সেই পরিসংখ্যান অনুযায়ী ২০১৮ সালে দেশে অন্তত ১৩৮ জন শিশু সহিংসতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে৷ এই শিশুদের ৮০ ভাগের বয়স ছয় বছরেরও কম৷ এছাড়া সে-বছর জার্মানিতে ৯৮ জন শিশুকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ৷

২০১৮ সালে শিশুদের যৌন নিপীড়নের মোট ১৪ হাজার ৬০০ অভিযোগ পেয়েছে পুলিশ৷ অর্থাৎ, প্রতিদিন গড়ে অন্তত ৪০ জন শিশুর ওপর চলেছে যৌন নিপীড়ন৷ দেশজুড়ে এমন ঘটনা যে বাড়ছে তা পরিসংখ্যান থেকে বেরিয়ে এসেছে৷ ২০১৭-র তুলনায় ২০১৮ সালে এমন অপরাধ ছয় দশমিক ৪৩ ভাগ বেড়েছে

তবে পুলিশ মনে করে, ১৪ হাজার ৬০০ অভিযোগ পেলেও অপরাধের প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি৷ যৌন নিপীড়কদের অনেকেই শিশুদের পরিবারের সদস্য, বন্ধু বা প্রতিবেশী বলে সব ঘটনা পুলিশকে জানানো হয় না৷ জার্মানির ফেডারেল অপরাধ বিভাগের প্রধান হোলগার ম্যুনশ বলেছেন, ‘‘পুলিশ যেসব অভিযোগের কথা জানতে পেরেছে শুধু সেসবই উঠে এসেছে পরিসংখ্যানে৷ অনেক অপরাধের ঘটনাই অগোচরে থেকে যায়৷''

আগের বছরের তুলনায় ২০১৮ সালে শিশুদের পর্নো ভিডিও তৈরি এবং প্রচারও ১৪ শতাংশ বেড়েছে৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য