জার্মানিতে ‘রেড আর্মি'র সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার
২৭ ফেব্রুয়ারি ২০২৪লোয়ার সাক্সোনি রাজ্যের ফেয়ারডেন শহরের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় মঙ্গলবার ৬৫ বছর বয়সি ক্লেটের আটকের খবর জানিয়েছে৷
‘‘আমরা মিস ক্লেটেকে গ্রেপ্তার করেছি,'' বলেন সিনিয়র পাবলিক প্রসিকিউটর করায় ফ্রয়ডেনব্যার্গ৷ তার কার্যালয় ক্লেটে ও তার দুই সহযোগী এয়ার্ন্সট-ফল্কার স্টাউব ও বুর্কহার্ড গারভেগকে নিয়ে তদন্ত করছে৷
এই তিনজন ১৯৯০ দশক থেকে পালিয়ে ছিলেন৷ ডাকাতি করে তারা পলাতক জীবন চালানোর চেষ্টা করতেন বলে ধারণা করা হয়৷
সম্প্রতি তাদের মামলা নিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠান প্রচারের পর এই তিন সন্দেহভাজনের অবস্থান সম্পর্কে ১৬১টি তথ্য পেয়েছিল কর্তৃপক্ষ৷
গত শতকের ৭০ ও ৮০-র দশকে আরএএফ তৎকালীন পশ্চিম জার্মানিতে বেশ কয়েকটি হামলা ও অপহরণের সঙ্গে জড়িত ছিল৷ ৩০টির বেশি হত্যাকাণ্ডের সঙ্গে এই গোষ্ঠী জড়িত ছিল বলে ধারনা করা হয়৷
১৯৯৮ সালে গোষ্ঠীটি নিজেদের বিলুপ্ত ঘোষণা করে৷ সাবেক এই সন্ত্রাসী সংগঠনটি এখনও সক্রিয় থাকার কোনো প্রমাণ নেই৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)