বিদেশে চাকুরি চান?
১৭ অক্টোবর ২০১৮বাংলাদেশি কম্পিউটার প্রকৌশলী রাফিউল সাব্বির ফুটবল বিষয়ক বিশ্বের অন্যতম জনপ্রিয় মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ওয়ানফুটবল-এ ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন৷ প্রতিষ্ঠানটির বার্লিন কার্যালয়ে কর্মরত কয়েকশত কর্মীর মধ্যে একমাত্র বাংলাদেশি তিনি৷
বাংলাদেশে স্নাতক শেষে কিছুদিন চাকুরি করে উচ্চশিক্ষার জন্য ইউরোপে পাড়ি জামান সাব্বির৷ সুইডেনে মাস্টার্স শেষে চাকুরি নিয়ে জার্মানিতে আসেন৷ শুরুতে মিউনিখে কাটান কয়েক মাস, এরপর বার্লিনে ওয়ানফুটবলে যোগ দেন৷ জার্মানিতে তথ্যপ্রযুক্তি খাতে পর্যাপ্ত চাকুরির সুযোগ রয়েছে বলে জানান এই প্রকৌশলী৷ এমনকি এক্ষেত্রে জার্মান ভাষা না জানাও বড় কোনো বাধা নয় বলে মনে করেন তিনি৷ তবে, জার্মানিতে বসবাসের জন্য ভাষা শেখাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই ডেটা ইঞ্জিনিয়ার৷
ওয়ানফুটবলে প্রকৌশলী হিসেবে কাজ করলেও লেখালেখির প্রতি আগ্রহ রয়েছে সাব্বিরের৷ বাংলা ভাষায় খেলাধুলা বিষয়ক একটি ওয়েবপোর্টাল চালু করেছেন তিনি৷ চাকুরির পাশাপাশি অবসর সময়ে পোর্টালটি পরিচালনা করেন সাব্বির৷ ওয়ানফুটবলের কোনো বাংলা সংস্করণ নেই৷ ফলে, প্রতিষ্ঠানটিতে কাজ করতে গিয়ে অর্জিত অভিজ্ঞতা বাংলায় প্রকাশের সুযোগ রয়েছে তাঁর৷ ‘খেলা হবে' তাঁকে সেই সুযোগ কাজে লাগানোর পথ করে দিয়েছে৷
প্রসঙ্গত, জার্মানিতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশিদের আগমন বেড়েছে৷ তাঁদের একটি বড় অংশ শরণার্থী হলেও উচ্চশিক্ষা ও চাকুরি নিয়ে ইউরোপে দেশটিতে আসা বাংলাদেশিদের সংখ্যাও বাড়ছে৷ জার্মান সরকার অভিবাসন আইনে কিছু পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে, যা শিক্ষিত ও দক্ষ বিদেশি চাকুরিপ্রার্থীদের দেশটিতে চাকুরি পাওয়ার পথ প্রশস্ত করবে৷