1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি, ফ্রান্সের ক্রেডিট রেটিংয়ে অবনমন হতে পারে: এসঅ্যান্ডপি

৬ ডিসেম্বর ২০১১

সমস্যাটা ইউরোপের৷ কিন্তু বিশ্বায়নের যুগে এই সমস্যার কারণে প্রভাবটা পড়তে পারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপরও৷ বলছি ইউরো সংকটের কথা৷ ইউরোপের ১৭ দেশের এই একক মুদ্রার ভবিষ্যৎ নিয়ে এখন শঙ্কিত সবাই৷

https://p.dw.com/p/13NPI
প্রতীকী ছবিছবি: K.-U. Häßler/Fotolia/DW

অ্যামেরিকার বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা স্ট্যাণ্ডার্ড অ্যান্ড পুওরস, যেটি এসঅ্যান্ডপি নামেই বেশি পরিচিত, তারা বলছে, ইউরো ব্যবহৃত হয় এমন ১৫টি দেশের ক্রেডিট রেটিংয়ে অবনমন হতে পারে৷ এর মধ্যে ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি আর ফ্রান্সও রয়েছে৷ এসঅ্যান্ডপি মনে করছে যে, বেশ অনেকদিন হয়ে গেল ইউরো সংকট নিয়ে শুধু আলাপ-আলোচনাই হচ্ছে৷ কঠোর কোনো সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমস্যার সমাধান করা হচ্ছে না৷ ফলে যেটা হচ্ছে, ইউরোপ সহ পুরো বিশ্ব সম্ভাব্য আরেকটি অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে৷ তাই আগামী শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের যে শীর্ষ বৈঠক হতে যাচ্ছে সেটাকেই সংকট সমাধানের সবশেষ সুযোগ হিসেবে দেখছে এসঅ্যান্ডপি৷ ঐ বৈঠকে নেয়া সিদ্ধান্তের মাধ্যমে ইউরো অঞ্চলের দেশগুলো যদি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে না পারে তাহলে তাদের ক্রেডিট রেটিংয়ে অবনমন হতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে এসঅ্যান্ডপি৷

Wochenrückblick KW 39 Symbolbild Euro Rettungsschirm Flash-Galerie
ছবি: picture-alliance/All Canada Photos

এসঅ্যান্ডপি'র উদ্বেগ কতটা ঠিক

বলা যায় অনেকটাই৷ কেননা বিষয়টি নিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল আর ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি সোমবার নিজেদের মধ্যে বৈঠক করেছেন৷ অবশ্য এ ধরণের আলোচনা তারা আগেও বেশ কয়েকবার করেছেন, কিন্তু এবারেরটা ছিল একটু ভিন্ন৷ কারণ দুই নেতাকেই এবার বেশ কঠোর হতে দেখা গেছে৷ তারা চান ইইউ চুক্তিটাই নতুন চেহারা নিক৷ এছাড়া ইউরো দেশগুলোর জন্য একটা একক বাজেট নীতিমালার কথা বলেছেন তারা৷ ঐ দুই নেতার প্রস্তাবগুলো নিয়ে শুক্রবারের ইইউ বৈঠকে আলোচনা হবে এবং আগামী মার্চের মধ্যে নতুন চুক্তি করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে৷

অ্যামেরিকার উপর প্রভাব

বিশ্বায়নের কারণে ইউরোপের সংকটের প্রভাব অ্যামেরিকার উপর গিয়ে পড়বে এটাই স্বাভাবিক৷ এমনিতে এখন অ্যামেরিকায় চাকরির বাজারে মন্দা চলছে৷ এর মধ্যে যদি ইউরো সংকটের প্রভাব এসে পড়ে তাহলে সেটা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ যেটা আদতে প্রেসিডেন্ট বারাক ওবামার পুনর্নিবাচিত হওয়ায় স্বপ্নকে ভেঙে দিতে পারে৷ তাই প্রেসিডেন্ট নিজে বিষয়টি নিয়ে বেশ চিন্তিত এবং সমস্যা যেন আর বাড়তে না পারে সেটা নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য তিনি তাঁর অর্থমন্ত্রী টিমোথি গাইৎনারকে মঙ্গলবার ইউরোপে পাঠিয়েছেন৷

স্বাভাবিকভাবেই, এসঅ্যান্ডপি'র মন্তব্যে বিশ্বের শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য