জিতে ১০ পয়েন্ট পেলো বাংলাদেশ
২০ জানুয়ারি ২০২১সাকিব, অভিষিক্ত হাসান মাহমুদ আর মুস্তাফিজের বোলিং নৈপূণ্যে মাত্র ১২২ রানে অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ৷ এটি ছিল বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস৷
এই রান তাড়া করতে বাংলাদেশকে চারটি উইকেট হারাতে হয়েছে৷ অধিনায়ক তামিম সর্বোচ্চ ৪৪ রান করেছেন৷ সাকিব আর মুশফিক (অপরাজিত) করেছেন ১৯ রান করে৷ লিটন দাস করেছেন ১৪, আর তিনে নামা শান্ত করেছেন মাত্র এক রান৷ রিয়াদ অপরাজিত ছিলেন ৯ রানে৷
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অভিষিক্ত বোলার আকিল হোসেন ১০ ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন৷
ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাকিব৷ ম্যাচ শেষে তিনি বলেন, দশ মাস পর মাঠে নেমে টাইগাররা একটু নার্ভাস ছিলেন৷
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ সুপার লিগে ভালো শুরু করলো টাইগাররা৷ এই লিগকে ২০২৩ সালে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের বাছাইপর্ব ধরা হচ্ছে৷
তিন ম্যাচ সিরিজের পরের ম্যাচ শুক্রবার ঢাকায়৷ পরেরটি সোমবার চট্টগ্রামে৷
বাংলাদেশের কড়া বোলিং
এ কারণে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ৷ শুরুতে মুস্তাফিজ দুই উইকেট নেন৷ এরপর সাকিব চারটি, অভিষেক হওয়া হাসান মাহমুদ তিনটি আর মেহেদী হাসান মিরাজ নেন একটি উইকেট৷
নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেই বোলিং নৈপূণ্য দেখিয়েছেন সাকিব৷ সাত ওভার দুই বল করে পেয়েছেন চার উইকেট৷ শুধু তাই নয়, সাকিবকে খেলতেই পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা৷ তাইতো তার কাছ থেকে মাত্র আট রান নিতে পেরেছেন তারা৷
এছাড়া হাসান মাহমুদও নজড়কাড়া বোলিং করেছেন৷ একসময় হ্যাট্রিক করার পর্যায়ে চলে গিয়েছিলেন তিনি৷ ষষ্ঠ উইকেটে জমে যাওয়া কাইল মেয়ার্স ও রোভম্যান পাওয়েলের জুটি ভাঙেন মাহমুদ৷ পাওয়েলের উইকেট পাওয়ার পর নেন রেমন রেইফারের উইকেট৷ তবে হ্যাট্রিক সুযোগের বলটি ঠেকিয়ে দেন আলজারি জোসেফ৷
জেডএইচ/এসিবি