1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিতে ১০ পয়েন্ট পেলো বাংলাদেশ

২০ জানুয়ারি ২০২১

করোনার কারণে কয়েকজন তারকা ক্রিকেটার বাংলাদেশ সফরে না থাকায় ছয়জনকে ওয়ানডে অভিষেকের সুযোগ দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ৷ তাদের বিরুদ্ধে জিততেই গলদঘর্ম অবস্থা টাইগারদের৷

https://p.dw.com/p/3oALK
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, ঢাকা
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

সাকিব, অভিষিক্ত হাসান মাহমুদ আর মুস্তাফিজের বোলিং নৈপূণ্যে মাত্র ১২২ রানে অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ৷ এটি ছিল বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস৷

এই রান তাড়া করতে বাংলাদেশকে চারটি উইকেট হারাতে হয়েছে৷ অধিনায়ক তামিম সর্বোচ্চ ৪৪ রান করেছেন৷ সাকিব আর মুশফিক (অপরাজিত) করেছেন ১৯ রান করে৷ লিটন দাস করেছেন ১৪, আর তিনে নামা শান্ত করেছেন মাত্র এক রান৷ রিয়াদ অপরাজিত ছিলেন ৯ রানে৷

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অভিষিক্ত বোলার আকিল হোসেন ১০ ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন৷

ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাকিব৷ ম্যাচ শেষে তিনি বলেন, দশ মাস পর মাঠে নেমে টাইগাররা একটু নার্ভাস ছিলেন৷

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, ঢাকা
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ সুপার লিগে ভালো শুরু করলো টাইগাররা৷ এই লিগকে ২০২৩ সালে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের বাছাইপর্ব ধরা হচ্ছে৷

তিন ম্যাচ সিরিজের পরের ম্যাচ শুক্রবার ঢাকায়৷ পরেরটি সোমবার চট্টগ্রামে৷

বাংলাদেশের কড়া বোলিং

এ কারণে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ৷ শুরুতে মুস্তাফিজ দুই উইকেট নেন৷ এরপর সাকিব চারটি, অভিষেক হওয়া হাসান মাহমুদ তিনটি আর মেহেদী হাসান মিরাজ নেন একটি উইকেট৷

নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেই বোলিং নৈপূণ্য দেখিয়েছেন সাকিব৷ সাত ওভার দুই বল করে পেয়েছেন চার উইকেট৷ শুধু তাই নয়, সাকিবকে খেলতেই পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা৷ তাইতো তার কাছ থেকে মাত্র আট রান নিতে পেরেছেন তারা৷

এছাড়া হাসান মাহমুদও নজড়কাড়া বোলিং করেছেন৷ একসময় হ্যাট্রিক করার পর্যায়ে চলে গিয়েছিলেন তিনি৷ ষষ্ঠ উইকেটে জমে যাওয়া কাইল মেয়ার্স ও রোভম্যান পাওয়েলের জুটি ভাঙেন মাহমুদ৷ পাওয়েলের উইকেট পাওয়ার পর নেন রেমন রেইফারের উইকেট৷ তবে হ্যাট্রিক সুযোগের বলটি ঠেকিয়ে দেন আলজারি জোসেফ৷

জেডএইচ/এসিবি