জেনেভা চুক্তি লঙ্ঘণ
২২ এপ্রিল ২০১৪উচ্চ পর্যায়ের এই বেঠক অনুষ্ঠিত হয় ইউক্রেনের পার্লামেন্ট হাউজ রাডায়৷ বাইডেনের দুই দিনের সফরের শেষ দিনে ইউক্রেনের সব অঞ্চলের পার্লামেন্ট সদস্য এবং ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার কথা রয়েছে৷
ইউক্রেনের সহিংসতা বন্ধে একটি আন্তর্জাতিক শান্তি চুক্তির পরই বাইডেন দেশটি সফর করছেন৷ সব বৈঠক শেষে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কী ধরনের সহায়তা দেবে তার ঘোষণা দেবেন বাইডেন৷ এতে জ্বালানি সহায়তা ও অর্থনৈতিক সংস্কার ইস্যু থাকবে বলে জানা গেছে৷
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা রুশপন্থি বিচ্ছিন্নবাদীদের সহিংসতা না করতে চাপ দেয়৷ তবে যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপকে মস্কো মোটেও ভালো চোখে দেখছে না৷ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করে বলেছেন, ওয়াশিংটন ইউক্রেন সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছে, যা জেনেভা চুক্তির লঙ্ঘণ৷
ওদিকে ক্রেমলিন জানিয়েছে যে, লাভরভ কেরির প্রতি আহ্বান জানিয়েছেন যাতে যুক্তরাষ্ট্র ইউক্রেন সরকারকে চাপ দেয় সেখানকার সহিংসতা বন্ধ করতে৷ ''এছাড়া মস্কোয় এক সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, ‘‘কিয়েভ সরকার অবৈধ গ্রুপগুলোকে নিরস্ত্র করার পদক্ষেপ নিচ্ছে না৷ বিশেষ করে উগ্র-জাতীয়তাবাদী রাইট সেক্টরকে নিরস্ত্র করছে না৷
এদিকে, জেনেভা অ্যাকর্ড অবিলম্বে বাস্তবায়ন না করলে রাশিয়াকে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ হোয়াইট হাউজের প্রেস সচিব জে কার্নি সোমবার বলেছেন, ‘‘আগামী দিনগুলোতে এই অবস্থার কোনো উন্নতি দেখা না গেলে মস্কোকে এর মূল্য দিতে হবে৷''
সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু ছবি প্রকাশ করেছে যা থেকে প্রমাণিত হয় ইউক্রেনের পূর্বাঞ্চলের অস্ত্রধারী বিচ্ছিন্নতাবাদীরা আসলে রাশিয়ার সেনাবাহিনী অথবা গোয়েন্দা কর্মকর্তা৷
পূর্ব ইউক্রেনে ইউক্রেনপন্থি এবং রুশপন্থিদের সংঘর্ষ অব্যাহত রয়েছে৷ কিয়েভেও চলছে বিক্ষোভ৷
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়া, ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা ইউক্রেনের চলমান সংকট নিরসনে একটি চুক্তিতে পৌঁছান৷ চুক্তি অনুযায়ী সব পক্ষকে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়৷ এছাড়া, ইউক্রেনে অবৈধভাবে সরকারি ভবন দখল করে রাখা অস্ত্রধারীদেরকে নিরস্ত্র করা এবং সব ভবন বৈধ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথাও বলা হয়েছে এতে৷
এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)