1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেরুসালেমে এবার অস্ট্রেলিয়ারও দূতাবাস?

১৬ অক্টোবর ২০১৮

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মঙ্গলবার জানান, ইসরায়েলের তেল আভিভ থেকে দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেওয়া হতে পারে৷ বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক ফায়দা পেতে এমনটা বলছেন প্রধানমন্ত্রী৷

https://p.dw.com/p/36bko
Australia Neuer Ministerpräsident Scott Morrison
ছবি: picture-alliance/AP Photo/L. Coch

মঙ্গলবার অপ্রত্যাশিতভাবে সংবাদ সম্মেলন ডেকে প্রধানমন্ত্রী মরিসন বলেন, ‘‘আমরা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অঙ্গীকারাবদ্ধ৷ কিন্তু স্পষ্টভাবে বললে বলতে হয়, বিষয়টি সেভাবে এগোচ্ছে না৷ এক্ষেত্রে অনেক বেশি অগ্রগতি হয়নি৷ আপনি দিনের পর দিন একইরকম চেষ্টা চালিয়ে ভিন্ন ফল আশা করতে পারেন না৷''

তিনি বলেন, এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷ তবে তিনি মনে করেন, ‘‘অস্ট্রেলিয়ার এ ব্যাপারে খোলামন নিয়ে ভাবা উচিত৷'' তিনি আরো বলেন, ‘‘আমি এক্ষেত্রে খোলামনের এবং আমাদের সরকারও এ ব্যাপারে খোলামন নিয়ে ভাবছে৷''

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু টুইটারে অস্ট্রেলিয়ার সম্ভাব্য নীতি পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ এক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রতি তিনি ‘খুব কৃতজ্ঞ' বলেও জানান৷

গতবছরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন৷ এরপর চলতি বছরের এপ্রিলের মধ্যে স্থানান্তর প্রক্রিয়া সমাপ্ত হয়৷ এরপর প্যারাগুয়ে ও গুয়াতেমালাও দূতাবাস  সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিল৷ কিন্তু পরবর্তীতে প্যারাগুয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে৷

এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই মন্তব্যের আগে তাঁর যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি৷ ইসরায়েলে অস্ট্রেলিয়ার সাবেক রাষ্ট্রদূত ডেভ শর্মা এই প্রস্তাব করেন বলেও জানান প্রধানমন্ত্রী মরিসন৷

উল্লেখ্য, মরিসনের দলের প্রার্থী হয়ে সিডনির এক আসনে উপ-নির্বাচনে লড়ছেন শর্মা৷ শনিবারের এই নির্বাচন মরিসনের জন্য খুব গুরুত্বপূর্ণ৷ কারণ, শর্মা যদি জিততে না পারেন তাহলে মরিসনের দল সংসদে এক-আসনের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে৷

সিডনির ঐ আসনে বহু ইহুদির বসবাস৷ তাঁদের ভোট পেতে মরিসন জেরুসালেমে দূতাবাস স্থানান্তরের কথা ভাবছেন বলে সমালোচনা করেছে বিরোধী দল৷ ‘‘স্কট মরিসন এখন তাঁর চাকরি বাঁচাতে এতই মরিয়া যে, সামান্য কিছু ভোট পাওয়ার জন্য তিনি যা খুশি বলছেন৷ এমনকি অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থের কথাও তিনি ভাবছেন না,'' বলেন বিরোধী দলের মুখপাত্র পেনি ওং৷

এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দূতাবাস সরানো বিষয়ক মন্তব্যের পর ইন্দোনেশিয়া জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্থগিত করতে পারে৷

দেশে ও বিদেশে এমন প্রতিক্রিয়ার প্রেক্ষিতে মরিসন সংসদকে জানিয়েছেন, দূতাবাস সরানোর সিদ্ধান্ত নেয়ার আগে তিনি মিত্র দেশগুলোর সঙ্গে কথা বলবেন৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান