জ্বালানি তেল আর গ্যাসের দাম বাড়ায়, বাড়বে মুদ্রাস্ফীতিও
২৭ সেপ্টেম্বর ২০১১জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ায়, এর মধ্যে চালের দাম বাড়তে শুরু করেছে৷ আর বিদ্যুতের দাম বাড়বে শিগগিরই৷ সব মিলিয়ে দেশ মুদ্রাস্ফীতি আরো বাড়বে৷
বিএইডিএস-এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ড. কে এ এস মোরশেদ ডয়চে ভেলেক বলেন, পরিস্থিতি ২০০৮ সালের মতো হতে পারে৷ এর ফলে খাদ্যের দাম বেড়ে যাবে৷ নিম্নবিত্ত মানুষ পড়বে বিপাকে৷ কারণ, তারা খাদ্যের পিছনেই তাদের অধিকাংশ অর্থ ব্যয় করে৷ তিনি মনে করেন, নিম্নবিত্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়াতে হবে৷ আর খাদ্য উৎপাদন ধরে রাখতে হলে কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে হবে৷
ড. কে এ এস মোরশেদ বলেন, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দরিদ্র্য বাড়বে৷ দেখা দিতে পারে সামাজিক অসন্তোষও৷ তিনি বলেন, শুধু অভ্যন্তরীণ অবস্থাই নয়৷ বিশ্ব অর্থনীতির অভিঘাত থেকেও বাংলাদেশ বাদ যাবে না৷ তাই দরিদ্র জনগোষ্ঠীকে রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ