ঝুলন গোস্বামীর নামে ইডেনে স্ট্যান্ডের নাম রাখলো সিএবি
সাবেক নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী ও শহিদ সেনা অফিসার এন জে নায়ারের নামে ইডেনে দুটি স্ট্যান্ডের নামকরণ করলো সিএবি।
ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ড
এক অসাধারণ নারী ক্রিকেটারকে সম্মান জানালো ক্রিকেট অ্যাসোয়িয়েশন অফ বেঙ্গল(সিএবি)। ইডেন গার্ডেনসের একটি স্ট্যান্ডের নাম রাখা হলো, ঝুলন গোস্বামী স্ট্যান্ড। ভারতে ও বিদেশের স্টেডিয়ামে সুনীল গাভাস্কার, শচিন টেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলেদের নামে স্ট্যান্ড আছে। কিন্তু নারী ক্রিকেটারের নামে এই প্রথম স্ট্যান্ড হলো। ঝুলন খুশি, উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা।
ঝুলনের কৃতিত্ব
২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতের নারী ক্রিকেট দলের নিয়মিত সদস্য ছিলেন ঝুলন। তিনি নারীদের ক্রিকেটে একগুচ্ছ রেকর্ডের অধিকারী। মেয়েদের একদিনের ক্রিকেটে তিনি সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। সবধরনের ক্রিকেট খেলেছেন এই অলরাউন্ডার। ভারতের অনেক জয়ে তার অবদান ছিল। তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ২০০৭-এ আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন। তিনি অর্জুন পুরস্কার পেয়েছেন। পদ্মশ্রী সম্মানও পেয়েছেন।
কী বললেন ঝুলন?
মঙ্গলবার রাতে সিএবির অনুষ্ঠানে ঝুলন বলেছেন, ''আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি ইডেনে আমার নামে কোনোদিন স্ট্যান্ড হবে। আমি জানি, বিশ্বের কয়েকটি জায়গায় নারী ক্রিকেটারের নামে গেট আছে। আমার মনে হয়, এই প্রথম কোনো নারী ক্রিকেটারের নামে স্ট্যান্ড হলো। সৌরভ গঙ্গোপাধ্যাকে বরাবর আদর্শ মনে করে এগোবার চেষ্টা করেছি। তার সামনে এই ঘোষণা হওয়ায় গর্বিত বোধ করছি। সিএবিকে ধন্যবাদ জানাচ্ছি।''
ঝুলনের খেলা দেখতেন আমার মা, বললেন সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি ক্রিকেট থেকে অবসর নেয়ার পর তার মা শুধু ঝুলনের খেলা থাকলে টিভিতে দেখতেন। বারবার বলতেন, টিভিতে ঝুলনের খেলা চালাতে। সৌরভ বলেছেন, ঝুলন তার প্রাপ্য সম্মান পেলেন। ভারতীয় ক্রিকেটে তার অবদান ভোলার নয়।
চাকদহ থেকে
ঝুলন গোস্বামীর বাড়ি চাকদহে। সেখান থেকে অসম্ভব পরিশ্রম করে উঠে এসেছেন তিনি। সৌরভ বলছিলেন, ''আমি ঝুলনের কাছ থেকে জেনেছি, দমদম বিমানবন্দর থেকে ওর বাড়ি যেতে সময় লাগতো তিন ঘণ্টা। আমার বেহালায় বাড়িতে যেতে লাগতো ৪৫ মিনিট। ঝুলন অনেক কষ্ট করেছে।''
সেলফির আবদার
ভক্তদের অনুরোধ রাখলেন ঝুলন। সিএবির অনুষ্ঠানে প্রচুর সেলফির অনুরোধ রাখতে হলো তাকে। হাসিমুখে ভক্তদের দাবি মেটালেন তিনি।
শহিদ সেনা কর্মকর্তাকে সম্মান
শুধু ঝুলন নয়, শহিদ কর্নেল এন জে নায়ারের নামেও একটি স্ট্যান্ডের নামকরণ করেছে সিবিআই। অশোক চক্র ও কীর্তি চক্রে ভূষিত কর্নেল নায়ার নাগাল্যান্ডে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। সেসময় বিদ্রোহীরা অতর্কিতে আক্রমণ করে। নায়ার সেই আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেন ও শহিদ হন। তার সম্মানে ইডেনের একটি স্ট্যান্ডের নাম রাখা হয়েছে শহিদ কর্নেল এনজে নায়ার স্ট্যান্ড।
ছেলে যা বললেন
শহিদ কর্নেল এন জে নায়ারের ছেলে শিবম জে নায়ার বলেছেন, ''বাবার নামে ইডেনে স্ট্যান্ডের নাম রাখায় সিএবির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সম্মানিত।''