ঝড়ে বিপর্যস্ত জার্মানি
ইলেনিয়া ও জেনেপ ঝড়ে বিপর্যন্ত জার্মানির বিভিন্ন অঞ্চল৷ বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগ, স্থগিত হয়ে গেছে ফ্লাইট৷ সড়কে মারা গেছেন অন্তত তিনজন৷
জলের নীচে মাছ বাজার
বৃহস্পতিবার ভোরে হামবুর্গের মাছ বাজার ও নিলাম হল পানির নীচে চলে যায়৷ ইলেনিয়া ঝড়ের প্রভাবে দেশটির বিভিন্ন অঞ্চলে নদীর পানি উপচে পড়ে৷
বন্ধ রেল যোগাযোগ
ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে রেল লাইনের উপরে গাছ উপড়ে পড়ে৷ এতে জার্মানির অনেক জায়গায় বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ৷ এই চিত্র নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের ডর্স্টেনের কাছে৷ শুক্রবার পর্যন্ত উত্তর জার্মানিতে বিভিন্ন পথে দূর-পাল্লার ট্রেন চলাচল বন্ধ ছিল৷
উদ্ধারকারীদের তৎপরতা
বৃহস্পতিবার থেকেই জার্মানির বিভিন্ন অঞ্চলে উদ্ধারকাজে দমকল বাহিনী ও পুলিশ সদস্যদের নিযুক্ত করা হয়৷ লোয়ার স্যাক্সনিতে বাড বেভেনসেনের বিভিন্ন বাড়ির উপর গাছ উপড়ে পড়ে৷ বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ৷ নর্থ রাইন ওয়েস্টফালিয়াতে ৫৪ হাজার বাড়িঘর সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷
সড়ক দুর্ঘটনা
ওল্ডেনবুর্গে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক উল্টে যায় সড়কে৷ তবে সৌভাগ্যবশত অক্ষত ছিলেন চালক৷ ঝড়ের তীব্রতা কতটা তা এই ছবি থেকে কিছুটা অনুমান করা যেতে পারে৷
বন্ধ পর্যটন কেন্দ্র
উপর থেকে ভারি বস্তু পড়ার আশঙ্কায় কোলনের ক্যাথিড্রালের সামনে এমন সতর্কবার্তা দেয়া হয়েছে পথচারী ও পর্যটকদের জন্য৷ নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যে সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়৷ লোয়ার স্যাক্সনি ও বাভারিয়া রাজ্যের বিভিন্ন অঞ্চলেও শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দেয়া হয়৷
তুষারপাত
স্যাক্সনি আনহাল্টে বৃহস্পতিবার রাতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫২ কিলোমিটার৷ তীব্র বাতাসের সঙ্গে কিছু কিছু জায়গায় তুষারপাত আরো সংকট তৈরি করেছে৷
রেলের বিপর্যয়
রেলের শিডিউল বিপর্যয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা৷ ছবিতে বার্লিনে রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডয়চে বানের তথ্যডেস্কের সামনে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে৷ বার্লিন-ব্রান্ডেনবুর্গ এয়ারপোর্ট কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে ফ্লাইট বাতিল করে৷
হতাহত
এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ সড়কে গাছ উপড়ে পড়ায় প্রাণ হারিয়েছেন দুইজন৷ সড়কে দুর্ঘটনায় আরো একজন চালক প্রাণ হারান৷ মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে লোয়ার স্যাক্সনি ও স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে৷ বার্লিনে দমকল কর্মীরা সাহায্যের আবেদন চেয়ে মোট তেরোশ’টি কল পেয়েছেন৷
ইলেনিয়ার পর জেনেপ
আবহাওয়া বিভাগ জানিয়েছিল বৃহস্পতিবার দুপুর থেকে ইলেনিয়া ঝড়ের প্রকোপ কমতে থাকবে৷ কিন্তু সেটি খুব দীর্ঘস্থায়ী হবে না৷ কেননা, শুক্রবার আঘাত হানছে জেনেপ, যার প্রভাব ইলেনিয়ার চেয়েও শক্তিশালী হবে বলে আশঙ্কা করা হচ্ছে৷
সতর্কবার্তা
জনেপের প্রভাবে কিছু অঞ্চলে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যেতে পারে৷ স্থানীয় সময় দিনের মধ্যভাগ থেকে দেশটির উত্তরাঞ্চলে এই ঝড় আঘাত হানার কথা৷ রাত নাগাদ সেটি পূর্ব দিকে অগ্রসর হবে৷ এতে বাল্টিক সমুদ্র থেকে ব্রান্ডেনবুর্গ রাজ্যের উপর দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে৷ শনিবার নাগাদ বাতাসের গতিবেগ কিছুটা কমে আসতে পারে৷