টাইগারদের বিশ্বকাপ সুপার লিগ শুরু বুধবার
১৯ জানুয়ারি ২০২১করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এই সফরে নেই৷ তরুণদের নিয়ে দল গঠন করেছে তারা৷
নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ দলে ফিরছেন সাকিব৷ এছাড়া একদিনের ম্যাচের জন্য ঘোষণা করা স্কোয়াডে তিনজন নতুন মুখ দেখা গেছে৷ তারা হলেন, অলরাউন্ডার মেহেদী হাসান এবং দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম৷ এর মধ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা বাঁহাতি পেসার শরিফুল জাতীয় দলে একদমই নতুন৷ মেহেদী আর হাসান মাহমুদ ওয়ানডে না খেললেও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন৷
মাশরাফির পর বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হয়েছেন তামিম ইকবাল৷ প্রায় বছরখানেক আগে সেই ঘোষণা দেয়া হলেও করোনার কারণে এখনও তার নেতৃত্বে টাইগারদের মাঠে নামা হয়নি৷
তামিম ও বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন মাশরাফি৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে৷ পুরো দলের প্রতি রইলো শুভকামনা৷ ‘তামিম ইকবাল খান’ এর জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং দোয়া৷ সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি৷ নতুন শুরুর জন্য শুভকামনা৷ আওয়াজ একটাই - (বাংলাদেশ)৷’’
বিশ্বকাপ সুপার লিগ
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি একদিনের ম্যাচের সিরিজ দিয়ে বিশ্বকাপ সুপার লিগ শুরু করছে বাংলাদেশ৷ এই লিগকে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের বাছাইপর্ব ধরা হচ্ছে৷ আয়োজক হওয়ায় ভারত সরাসরি ঐ প্রতিযোগিতায় খেলবে৷ তাদের সঙ্গে যোগ দেবে সুপার লিগের প্রথম সাতটি দল৷ বাকি দুটি দল নির্ধারিত হবে আরেকটি বাছাইপর্বের মাধ্যমে৷
বিশ্বকাপ সুপার লিগে খেলবে ১৩টি দল৷ ১২টি টেস্ট খেলুড়ে দেশ ছাড়া থাকছে ওয়ানডে মর্যাদা পাওয়া নেদারল্যান্ডস৷
প্রত্যেক দেশকে মোট আটটি সিরিজ খেলতে হবে৷ এর মধ্যে চারটি হোম, চারটি অ্যাওয়ে৷ প্রত্যেক সিরিজে কমপক্ষে তিনটি ওয়ানডে থাকতে হবে৷
একটি ওয়ানডে জয়ের জন্য দলগুলো ১০ পয়েন্ট পাবে৷ হারলে শূন্য৷ টাই হলে বা ম্যাচ পণ্ড হলে দুই দলের মধ্যে ১০ পয়েন্ট সমান ভাগে ভাগ করে দেয়া হবে৷
ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা
সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আসন্ন সিরিজে বাংলাদেশের ব্যাটিং অর্ডার সম্পর্কে একটি ধারণা দেন৷ বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে তিন নম্বরে খেলাতে চান তিনি৷ তাই সাকিবকে চারে নামতে হতে পারে৷ এরপর থাকবেন মুশফিক আর মাহমুদুল্লাহ৷
ডমিঙ্গো বলেন, ‘‘শান্ত খুব ভালো ছন্দে আছে৷ সাকিবের ফেরাটা দারুণ একটা ব্যাপার৷ তিন নম্বরে ওর অবিশ্বাস্য একটা বিশ্বকাপ কেটেছিল৷ এই মুহূর্তে আমি চার-পাঁচ-ছয়ে সাকিব-মুশফিক-রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের কথা ভাবছি৷ এতে আমাদের মিডল অর্ডার হবে পরিণত এবং অভিজ্ঞতায় পূর্ণ৷ আমরা জানি, উপমহাদেশে মিডল অর্ডার খুব গুরুত্বপূর্ণ৷’’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আট ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিসহ ৩০১ রান করেছিলেন শান্ত৷ এরপর নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা দুই প্রস্তুতি ম্যাচেও রান পেয়েছেন তিনি৷ প্রথম ম্যাচে ৩৫ বলে করেন ২৭, পরেরটিতে ৫১ বলে ৬১৷
সিরিজের বিস্তারিত:
ওয়ানডে
প্রথম ওয়ানডে: ২০ জানুয়ারি, বুধবার, মিরপুর
দ্বিতীয় ওয়ানডে: ২২ জানুয়ারি, শুক্রবার, মিরপুর
তৃতীয় ওয়ানডে: ২৫ জানুয়ারি, সোমবার, চট্টগ্রাম
টেস্ট
প্রথম টেস্ট: ৩-৭ ফেব্রুয়ারি, চট্টগ্রাম
দ্বিতীয় টেস্ট: ১১-১৫ ফেব্রুয়ারি, মিরপুর
জেডএইচ/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)