টিকা না নেওয়াদের কনসার্টের টিকিট ৫৫গুণ বেশি
৩১ মে ২০২১টিকিটের ক্ষেত্রে বৈষম্যের কারণ জানাতে গিয়ে কনসার্টের আয়োজক জানান, টিকা নেওয়ার জন্য কাউকে জোরাজুরি নয়৷ টিকা না নেওয়া কেউ কনসার্টে এলে অন্য অনেকের মধ্যেই আতংক তৈরি হবে, তা কাটাতেই এই বাড়তি দাবি৷ গালফ উপসাগরীয় উপকূলের সেন্ট পিটার্সবার্গ শহরে টিনএজ পাঙ্ক রক ব্যান্ডের বটল রকেটের কনসার্ট আগামী ২৬জুন৷
টিনএজ ব্যান্ডের কনসার্টটি যারা উপভোগ করতে যাবেন তাদের সবাইকে স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া টিকাদান সার্টিফিকেট দেখাতে হবে৷ এই খবরটি জানার পর, টিকাবিরোধীদের কাছ থেকে অসংখ্য অশোভন মন্তব্য এবং হুমকি এসেছে বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন কনসার্ট আয়োজক পল উইলিয়ামস ৷
এদিকে পত্রিকাটিকে কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে বলে জানান ফ্লোরিডা গভর্নরের মুখপাত্র রন ডেসান্টিস৷
ব্যবসাক্ষেত্র, সরকারি সংস্থা, স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে টিকা দেওয়ার প্রয়োজন থেকে নিষেধাজ্ঞা বিষয়ক একটি আইন স্বাক্ষর করা হয়েছে৷ এই আইনটি জুলাই থেকে কার্যকর হবে৷
এনএস/কেএম (ডিপিএ)